A
জাগরণের গান
B
নতুনের গান
C
স্বাধীনতার গান
D
চল্ চল্ চল্
উত্তরের বিবরণ
রণসঙ্গীত
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
মূল কবিতার চরণ সংখ্যা: ২১
-
প্রকাশ: ১৯২৮ (১৩৩৫) সালে ঢাকার শিখা পত্রিকার বার্ষিক সংখ্যায়, শিরোনাম ‘নতুনের গান’
-
পরবর্তীতে নামকরণ: ‘চল্ চল্ চল্’
-
সংগ্রহ: কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত
সঙ্গীতের কিছু চরণ:
“চল্ চল্ চল্! / ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল, / অরুণ প্রাতের তরুণ দল-”
কাজী নজরুল ইসলাম
-
জাতীয়তা ও পরিচিতি: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’, আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
সন্ধ্যা কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলাম

0
Updated: 17 hours ago
'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 2 weeks ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
বাংলা
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
No subjects available.
‘চিত্তনামা’ কাব্যগ্রন্থ
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি শ্রদ্ধা ও শোক
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
-
পটভূমি:
-
চিত্তরঞ্জন দাশ ১৩৩২ বঙ্গাব্দের ২রা আষাঢ় মারা যান।
-
নজরুল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কবিতা লিখেন:
-
অর্ঘ্য
-
অকাল-সন্ধ্যা
-
সান্ত্বনা
-
ইন্দ্রপ্তন
-
রাজভিখারি
-
-
-
বৈশিষ্ট্য: কবিতাগুলোতে চিত্তরঞ্জনের প্রতি নজরুলের গভীর আবেগ ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলাম সংক্ষেপে
-
জাতীয় কবি: বাংলাদেশ
-
জন্ম: ২৪ মে ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত

0
Updated: 2 weeks ago
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ কোনটি?
Created: 3 months ago
A
ঝিলিমিলি
B
আলেয়া
C
পুতুলের বিয়ে
D
মধুমালা
ঝিলিমিলি (কাজী নজরুল ইসলাম রচিত নাট্যসংকলন)
‘ঝিলিমিলি’ হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নাটকের সংকলন, যা ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯৩০ খ্রিস্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সংকলনে তিনটি নাটক অন্তর্ভুক্ত রয়েছে:
-
ঝিলিমিলি
-
সেতুবন্ধ
-
শিল্পী
কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
আলেয়া
-
পুতুলের বিয়ে (কিশোর নাটক)
-
মধুমালা (গীতিনাট্য)
-
ঝড় (কিশোর কাব্য-নাটক)
-
পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago
কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
Created: 1 week ago
A
আগমনী
B
কোরবানী
C
প্রলয়োল্লাস
D
বিদ্রোহী
‘অগ্নিবীণা’ কাব্য
‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি তিনি বিপ্লবী শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা স্থান পেয়েছে।
কাব্যের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’, এবং এই গ্রন্থের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’। ‘বিদ্রোহী’ কবিতার জন্যই নজরুল ইসলাম বিশেষভাবে ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত ১২টি কবিতা:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলাম।

0
Updated: 1 week ago