‘তিলোত্তমাসম্ভব কাব্য’ - এর উপজীব্য কী?
A
অর্জুনের তপস্যা
B
সীতা-রামের মিলন
C
সুন্দ-উপসুন্দের দ্বন্দ্ব
D
কৃষ্ণ-রাধার প্রেমকাহিনি
উত্তরের বিবরণ
তিলোত্তমাসম্ভব কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
সংখ্যা ও রচনার ধরন: চার সর্গে রচিত কাব্য
-
রচনার সময়: ১৮৬০ খ্রিষ্টাব্দ, ফেব্রুয়ারি
-
প্রকাশ: ১৮৬০ খ্রিষ্টাব্দ, মে মাসে গ্রন্থাকারে
-
উপজীব্য: মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনী; সৌন্দর্য প্রতিমা তিলোত্তমাকে নিয়ে সুন্দ-উপসুন্দের দ্বন্দ্ব
-
সাহিত্যিক গুরুত্ব: বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ (কিন্তু পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ হয়েছিল)
মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'দুর্নীতি' শব্দটিতে ন-ত্ববিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন?
Created: 2 weeks ago
A
পূর্বে 'দ' ধ্বনি থাকায়
B
পরে ন" ধ্বনি থাকায়
C
সমাসবদ্ধ শব্দ হওয়া
D
তদ্ভব শব্দ হওয়ায়
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না। অর্থাৎ, দুটি শব্দ যুক্ত হয়ে নতুন সমাসবদ্ধ শব্দ গঠিত হলে, সেখানে সাধারণ নিয়মে যেভাবে ‘ন’ থেকে ‘ণ’ হয়, তা প্রযোজ্য হয় না। ফলে এ ধরনের ক্ষেত্রে ‘ন’ অপরিবর্তিত থেকে যায়।
উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়—
-
ত্রিনয়ন
-
সর্বনাম
-
দুর্নীতি
-
দুর্নাম
-
দুর্নিবার
-
পরনিন্দা
-
অগ্রনায়ক
এ সকল শব্দে সমাসবদ্ধ রূপের কারণে ‘ণ’ হয়নি, বরং ‘ন’ অপরিবর্তিত থেকেছে।
0
Updated: 2 weeks ago
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কোন ধরনের কাব্য?
Created: 2 months ago
A
মহাকাব্য
B
সনেট
C
পত্রকাব্য
D
গীতিকাব্য
বীরাঙ্গনা কাব্য
-
‘বীরাঙ্গনা কাব্য’ হল মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি পত্রকাব্য (চিঠির মতো করে লেখা কবিতা)।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হিসেবে পরিচিত।
-
কাব্যটি প্রকাশিত হয় ১৮৬২ সালে।
-
এটি রোমান কবি ওভিড-এর ‘হেরোইডাইডস’ নামক কাব্যের অনুসরণে লেখা।
-
পুরো কাব্যে আছে মোট ১১টি পত্র।
-
এই চিঠিগুলোর মাধ্যমে পৌরাণিক নারীরা তাদের ভালোবাসা, আকাঙ্ক্ষা ও আবেগ প্রকাশ করেছে।
-
মধুসূদনের হাতে তারা যেন আধুনিক নারীর রূপে ফিরে এসেছে।
● মাইকেল মধুসূদন দত্ত
-
তিনি ছিলেন একজন মহাকবি ও নাট্যকার।
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে, কপোতাক্ষ নদের তীরে।
-
বাংলা সাহিত্যে তিনিই প্রথম চালু করেন:
-
সনেট রচনার ধারা,
-
অমিত্রাক্ষর ছন্দ।
-
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহৃত হয় তাঁর নাটক ‘পদ্মাবতী’-তে (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক)।
-
‘তিলোত্তমাসম্ভব কাব্য’ হলো বাংলা সাহিত্যে প্রথম সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্য।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ছিল ‘দ্য ক্যাপটিভ লেডি’, যা তিনি ইংরেজিতে লেখেন।
● তাঁর উল্লেখযোগ্য কাব্যগুলো
-
তিলোত্তমাসম্ভব কাব্য,
-
মেঘনাদবধ কাব্য,
-
ব্রজাঙ্গনা কাব্য,
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
-
চতুর্দশপদী কবিতাবলী।
-
এছাড়াও তিনি গদ্যে অনুবাদ করেন ‘হেক্টরবধ’।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
'ভিমসিংহ' মাইকেল মধুসূদন দত্তের কোন সাহিত্যকর্মের চরিত্র?
Created: 2 months ago
A
পদ্মাবতী
B
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
‘কৃষ্ণকুমারী’ নাটক
-
‘কৃষ্ণকুমারী’ (১৮৬১) নাটকের কাহিনি সংগৃহীত হয়েছে উইলিয়াম টডের ‘রাজস্থান’ গ্রন্থ থেকে।
-
নাটকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেছেন।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ, ধনদাস।
-
যদিও প্রকাশিত হয় ১৮৬১ সালে, রচনা করা হয়েছিল ১৮৬০ সালে।
-
রচনার প্রায় সাত বছর পর, ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে ‘শোভাবাজার থিয়েটার’ এ নাটকটি প্রথম অভিনীত হয়।
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য নাটক
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago