কাজী নজরুল ইসলাম রচিত 'রণসঙ্গীত' প্রথম কী নামে প্রকাশিত হয়?
A
জাগরণের গান
B
নতুনের গান
C
স্বাধীনতার গান
D
চল্ চল্ চল্
উত্তরের বিবরণ
রণসঙ্গীত
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
মূল কবিতার চরণ সংখ্যা: ২১
-
প্রকাশ: ১৯২৮ (১৩৩৫) সালে ঢাকার শিখা পত্রিকার বার্ষিক সংখ্যায়, শিরোনাম ‘নতুনের গান’
-
পরবর্তীতে নামকরণ: ‘চল্ চল্ চল্’
-
সংগ্রহ: কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত
সঙ্গীতের কিছু চরণ:
“চল্ চল্ চল্! / ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল, / অরুণ প্রাতের তরুণ দল-”
কাজী নজরুল ইসলাম
-
জাতীয়তা ও পরিচিতি: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’, আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
সন্ধ্যা কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলাম
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
যোগাযোগ
B
বাঁধন-হারা
C
ছিন্নপত্র
D
প্রিয়তমাসু
‘বাঁধন-হারা’ হলো বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, রচিত কাজী নজরুল ইসলামের দ্বারা।
উপন্যাস সম্পর্কে তথ্য:
-
রচনার সাল: ১৯২৭
-
প্রথম পত্রোপন্যাস হিসেবে পরিচিত
-
উপন্যাসে মোট ১৮টি পত্র রয়েছে
-
রচনা শুরু হয় কাজী নজরুল ইসলামের করাচী অবস্থানের সময়
-
ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ‘মোসলেম ভারত’ পত্রিকায়
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সোফিয়া, মাহবুবা প্রমুখ
অন্য সাহিত্যকর্ম:
-
‘বীরাঙ্গনা কাব্য’: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য
-
‘ছিন্নপত্র’: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্র সংকলন
-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস: যোগাযোগ
0
Updated: 1 month ago
”নাই বা পেলাম কন্ঠে আমার তোমার কণ্ঠহার/তোমায় আমি করবো সৃজন এ মোর অহংকার”- কবি নজরুলের এ অপ্রাপ্তিপনিত বেদনা কাকে ঘিরে?
Created: 2 weeks ago
A
নার্গিস
B
প্রমীলা
C
ফজিলাতুন্নেসা
D
রানু সোম
কবি কাজী নজরুল ইসলামের জীবনে ফজিলাতুন্নেসা নামের এক মেধাবী ও সৌন্দর্যপূর্ণ নারীর প্রতি গভীর প্রেমের কাহিনি তাঁর জীবনের এক আবেগময় অধ্যায়। নজরুল তাঁর প্রতি অনুরক্ত হলেও এই ভালোবাসা পূর্ণতা পায়নি।
-
ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী এবং গণিত বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থানাধিকারী।
-
তিনি পড়াশোনা করেন ইডেন কলেজ ও পরবর্তীতে কলকাতার বেথুন কলেজে।
-
নজরুলের ভালোবাসার প্রস্তাব তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন, যা কবিকে গভীরভাবে আঘাত করেছিল।
-
এই প্রত্যাখ্যানের বেদনা নজরুলের চিঠি, কবিতা ও গানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর বন্ধু কাজী মোতাহার হোসেনকে লেখা চিঠিগুলোতে সেই মর্মবেদনার সুর স্পষ্ট।
-
এই মানসিক আঘাত থেকেই নজরুল লিখেছিলেন—
“নাইবা পেলাম আমার গলায় তোমার গলার হার,
তোমায় আমি করব সৃজন, এ মোর অহংকার।”
যা তাঁর প্রেম ও আত্মমর্যাদার এক অনন্য ঘোষণা। -
ফজিলাতুন্নেসার প্রতি এই অপ্রাপ্ত প্রেমই নজরুলের অনেক প্রেমমূলক ও বেদনামিশ্রিত কবিতা ও গানের প্রেরণাসূত্র হয়ে ওঠে।
অতএব, সঠিক উত্তর: গ) ফজিলাতুন্নেসা।
0
Updated: 2 weeks ago
কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার কারণে কারারুদ্ধ হন?
Created: 1 month ago
A
বিদ্রোহী
B
ধূমকেতু
C
আনন্দময়ীর আগমনে
D
প্রলোয়াল্লাস
‘আনন্দময়ীর আগমনে’ কবিতার কারণে কাজী নজরুল ইসলামের উপর কারাদণ্ড আরোপিত হয়েছিল। কবিতাটি ধূমকেতু পত্রিকার ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পর কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ নভেম্বর গ্রেফতার হন। এই কবিতা তাঁর "দোলনচাঁপা" কাব্যগ্রন্থের অন্তর্গত।
-
কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
-
ডাক নাম: দুখু মিয়া, ত্যাড়া ক্ষ্যাপা, নজর আলি, নুরু, ব্যাঙাচি।
-
পরিচিতি: বাংলা সাহিত্যের ইতিহাসে ‘বিদ্রোহী কবি’, মুক্তক ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র (২৯ আগস্ট ১৯৭৬)।
-
-
কাব্যগ্রন্থসমূহ
কাজী নজরুল ইসলামের মোট কাব্যগ্রন্থ ২২টি। প্রধান কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:-
অগ্নি-বীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
ফণি-মণসা
-
জিঞ্জির
-
সন্ধ্যা
-
প্রলয়শিখা
-
সিন্দু-হিন্দোল
-
বিদ্রোহী
-
প্রলোয়াল্লাস
-
ধূমকেতু
-
এছাড়াও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও কাব্যপ্রবৃত্তি বাংলা সাহিত্যে বিদ্রোহী চেতনার প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছে।
0
Updated: 1 month ago