মধ্যযুগের সাহিত্যিক শেখ ফয়জুল্লাহ কত শতকের কবি?
A
১৫শ শতক
B
১৬শ শতক
C
১৪শ শতক
D
১৭শ শতক
উত্তরের বিবরণ
শেখ ফয়জুল্লাহ
-
সময়কাল: ১৬শ শতক, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি
-
জন্মস্থান: বিভিন্ন মতভেদ রয়েছে; পশ্চিমবঙ্গের বারাসাত, দক্ষিণ রাঢ় এবং কুমিল্লা উল্লেখযোগ্য সম্ভাব্য স্থান
-
সাহিত্যকর্ম:
-
গোরক্ষবিজয়
-
গাজীবিজয়
-
সত্যপীর
-
জয়নবের চৌতিশা
-
রাগনামা
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'চৌরপঞ্চাশিকা কাব্যের বিষয়বস্তু কি?
Created: 2 weeks ago
A
অবৈধ প্রণয়
B
৫০ জন চোরের কাহিনি
C
পরকালে নাজাতের ৫০টি উপায়
D
জগতের যাবতীয় অমঙল থেকে বাঁচার উপায়
বিলহণ ছিলেন খ্রিস্টীয় একাদশ শতাব্দীর একজন বিখ্যাত কাশ্মীরী কবি, যিনি তাঁর অনন্য প্রণয়কাব্য ‘চৌরপঞ্চাশিকা’-এর জন্য প্রসিদ্ধ। এই কাব্যে প্রেম, বেদনা ও অনিশ্চিত ভাগ্যের এক গভীর মানবিক চিত্র অঙ্কিত হয়েছে। কিংবদন্তি অনুসারে, বিলহণ রাজা মদনাভিরামের রাজ্যে ছন্দশিক্ষার উদ্দেশ্যে এসে রাজকন্যা যামিনীপূর্ণতিলকার প্রেমে পড়েন। তাঁদের এই প্রেম ছিল সম্পূর্ণ গোপন ও নিষিদ্ধ সম্পর্ক, যা পরবর্তীতে প্রকাশ পেলে রাজদণ্ডের মুখে পড়তে হয় কবিকে।
-
রাজকন্যার সঙ্গে প্রেম প্রকাশ পেয়ে গেলে বিলহণকে কারাগারে বন্দি করা হয়।
-
বিচার ও শাস্তির অপেক্ষায় থাকাকালীন অবস্থায় তিনি রচনা করেন ‘চৌরপঞ্চাশিকা’, যা পঞ্চাশটি স্তবক (চরণ বা কবিতা) নিয়ে গঠিত একটি প্রেমমূলক কাব্য।
-
এই কাব্যে কবি বন্দিদশায় থেকেও প্রেমের সৌন্দর্য, বেদনা ও স্মৃতিকে গভীর আবেগে ফুটিয়ে তুলেছেন।
-
রচনার সময় তিনি জানতেন না, তাঁকে নির্বাসিত করা হবে নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবু তাঁর কবিতায় প্রেম ও বেদনার মধ্য দিয়ে এক আশ্চর্য নান্দনিক সুর ধ্বনিত হয়েছে।
-
তাঁর শাস্তি কী হয়েছিল, তা ইতিহাসে স্পষ্ট নয়, তবে তাঁর রচিত ‘চৌরপঞ্চাশিকা’ দ্রুতই মুখে মুখে ছড়িয়ে পড়ে সমগ্র ভারতে জনপ্রিয় হয়ে ওঠে।
-
এই কাব্য প্রেমের আবেগ, মানবিক যন্ত্রণা এবং শিল্পরূপের এক অমর নিদর্শন, যা ভারতীয় সাহিত্যে এক অনন্য স্থান দখল করে আছে।
0
Updated: 2 weeks ago
’হাবু শর্মা’ কার সাহিত্যিক ছদ্মনাম?
Created: 2 months ago
A
সৈয়দ মুজতবা আলী
B
সুভাষ মুখোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
সাহিত্যিক ছদ্মনাম: হাবু শর্মা
-
জন্ম: ২৩ জুলাই ১৮৯৮, বীরভূম জেলার লাভপুরে
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় ইত্যাদি পত্রিকায়
-
শরৎচন্দ্রের পর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক
-
গ্রন্থসংখ্যা: প্রায় ২০০
উল্লেখযোগ্য রচনা: চৈতালী ঘূর্ণি, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন।
0
Updated: 2 months ago
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
Created: 5 months ago
A
প্রমথনাথ বিশী
B
প্রমথ চৌধুরী
C
প্রেমেন্দ্র মিত্র
D
প্রমথ নাথ বসু
প্রমথ চৌধুরী ছিলেন একজন সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল 'বীরবল'।
-
'বীরবলের হালখাতা' নামক গ্রন্থটি ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রয়োগের নিদর্শন।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
-
তিনি 'সবুজপত্র' পত্রিকাটির সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
প্রমথ চৌধুরীর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
প্রবন্ধগ্রন্থসমূহ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
অন্যদিকে, প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম ছিল কৃত্তিবাস ভদ্র ও লেখরাজ সামন্ত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago