Transform the following sentence into a positive degree:
He is the tallest boy in the class.
A
Very few boys in the class are as tall as he.
B
Very few boy in the class is as tall as him.
C
Very few boy in the class are as tall as him.
D
Very few boys in the class are as tallest as he.
উত্তরের বিবরণ
Correct Answer: ক) Very few boys in the class are as tall as he.
-
Superlative → Positive Degree রূপান্তরের নিয়ম:
-
শুরুতে Very few বসানো হয়।
-
Superlative degree-এর পরের অংশ বসানো হয়।
-
Verb-এর plural form ব্যবহার করা হয়।
-
এরপর as + superlative degree-এর positive form + as + প্রদত্ত sentence-এর subject বসানো হয়।
-
Structure:
Very few + superlative degree-এর পরের অংশ + verb-এর plural form + as + superlative degree-এর positive form + as + subject
Examples:
-
Superlative: English is one of the best languages of the world.
Positive: Very few languages in the world are as good as English. -
Superlative: He is the tallest boy in the class.
Positive: Very few boys in the class are as tall as he.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
Let’s go out, ___?
Created: 1 month ago
A
shall we?
B
will we?
C
won’t we?
D
do we?
Correct Answer: ক) shall we?
-
মূল বাক্য: Let’s go out, ___?
-
Let’s মানে “চলো আমরা”, এটি একটি প্রস্তাব বা আহ্বান বোঝায়।
-
Let’s দিয়ে শুরু হওয়া বাক্যে সঠিক Question Tag হলো shall we?
-
Shall we? ব্যবহার করে শ্রোতাকে সম্মত হওয়ার জন্য নরমভাবে জিজ্ঞাসা করা হয়।
-
অন্য বিকল্পগুলো যেমন will we?, do we?, বা won’t we? অর্থ এবং ব্যাকরণগতভাবে ভুল।
-
তাই, প্রস্তাবমূলক বাক্যে Let’s এর সঠিক tag question: shall we?
Other options:
-
খ) will we? → ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণীর জন্য ব্যবহৃত, প্রস্তাবের জন্য নয়।
-
গ) won’t we? → নেতিবাচক, প্রস্তাব বোঝাতে মানানসই নয়।
-
ঘ) do we? → বর্তমানকালের জন্য, কিন্তু Let’s এর পরে চলে না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
The soup tastes delicious. (passive)
Created: 1 month ago
A
The soup is tasted delicious.
B
The soup was delicious tasted.
C
Delicious is tasted by the soup.
D
The soup is delicious when it is tasted.
The correct answer is - ঘ) The soup is delicious when it is tasted.
Quasi-Passive Verb হলো এমন কিছু active form-এর verb, যেগুলো দেখতে active হলেও অর্থে passive sense প্রকাশ করে।
উদাহরণ:
-
Active: The soup tastes delicious.
-
Passive: The soup is delicious when it is tasted.
Complement সহ (With Complement) Verb
-
Verb-এর অর্থ সম্পূর্ণ করতে একটি complement প্রয়োজন হয়।
-
Complement বিশিষ্ট quasi-passive verb থাকলে passive করতে structure:
Passive: S + be-verb + complement + when(if) + it/they + be-verb + V(p.p)
আরও উদাহরণ:
-
Active: The cloth feels smooth.
-
"feels" → quasi-passive verb
-
"smooth" → complement
-
-
Passive: The cloth is smooth when it is felt.
অন্য অপশনসমূহ:
ক) The soup is tasted delicious.
-
"tasted" যদি verb হয়, তবে "delicious" তার object হতে পারে না।
-
বাক্যটি অপ্রাসঙ্গিক।
খ) The soup was delicious tasted.
-
"delicious tasted" ভুল বাক্যাংশ; adjective ও verb-এর ভুল ব্যবহার।
গ) delicious is tasted by the soup
-
বাক্যটি অর্থহীন — সুপ কোনো কিছু টেস্ট করে না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
They ___________ yoga every day.
Created: 1 month ago
A
used to practicing
B
are used to practice
C
are used to practicing
D
use to practice
সঠিক উত্তর হলো are used to practicing।
-
Complete sentence: They are used to practicing yoga every day.
-
বাংলা অর্থ: তারা প্রতিদিন যোগব্যায়াম করতে অভ্যস্ত।
-
ব্যাখ্যা:
-
অতীতের অভ্যাস বা অভ্যস্ততা বোঝাতে used to ব্যবহার করা হয় এবং এর পরে verb-এর base form আসে।
-
উদাহরণ: I used to live alone.
-
-
কিন্তু বর্তমানেও অভ্যস্ত থাকা বোঝাতে be used to / get used to ব্যবহার হয় এবং এর পরে verb + ing আসে।
-
Structure: subject + be/get + used to + (verb + ing) + ext.
-
-
প্রদত্ত বাক্যে “every day” উল্লেখ থাকায় এটি বর্তমান অভ্যস্ততা বোঝাচ্ছে, তাই be used to + verb+ing ব্যবহার করা হয়েছে।
-
-
অতিরিক্ত উদাহরণ:
-
I am used to checking my emails every day.
-
We are used to walking the dog every day.
-
She is used to cooking dinner every day.
-
0
Updated: 4 weeks ago