You used to play cricket, ___?
A
didn’t you?
B
don’t you?
C
do you?
D
won’t you?
উত্তরের বিবরণ
Correct Answer: ক) didn’t you?
-
মূল বাক্য: You used to play cricket, ___?
-
Used to বোঝায় কোনো কাজ আগে নিয়মিত করা হতো, কিন্তু এখন আর করা হয় না।
-
যখন used to ব্যবহৃত হয়, তখন tag question হয় didn’t you?
-
Used to অতীতকাল বোঝায়, তাই tag-এ did ব্যবহার হয়।
-
অন্যান্য অপশন যেমন don’t you, do you, বা won’t you বর্তমান বা ভবিষ্যৎ বোঝায়, যা এখানে প্রযোজ্য নয়।
-
সুতরাং সঠিক tag question: You used to play cricket, didn’t you?
Other options:
-
খ) don’t you? → বর্তমান বোঝায়, অতীতের used to এর সঙ্গে মিল নেই।
-
গ) do you? → বর্তমান কালের প্রশ্ন, তাই ভুল।
-
ঘ) won’t you? → ভবিষ্যৎ বোঝায়, বাক্যটি অতীতকাল, তাই ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
Choose the sentence that uses "Revive" correctly:
Created: 1 month ago
A
We revived the tradition after many years.
B
She revived the plants by keeping them in the dark.
C
The athlete revived his teammates by sitting quietly.
D
He revived the cake by freezing it.
The correct answer is - ক) We revived the tradition after many years.
-
Bangla Meaning: আমরা অনেক বছর পর ঐতিহ্যটি পুনরুজ্জীবিত করেছিলাম।
Revive (verb)
-
English Meaning: To bring something back to life, consciousness, or a better state; to restore to health or vigour.
-
Bangla Meaning: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনরুজ্জীবিত করা।
Synonyms:
-
Resuscitate (জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা)
-
Rejuvenate (নবযৌবন/পুনর্যৌবন দান বা লাভ করা; নবতেজোদ্দীপ্ত হওয়া বা করা)
-
Restore (ফিরিয়ে দেওয়া; পূর্বপদে ফিরিয়ে আনা)
Antonyms:
-
Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা; ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া)
-
Deteriorate (অবনতি ঘটা বা ঘটানো)
-
Expire (অবসান হওয়া; নিশ্বাস ফেলা; মরে যাওয়া; মৃত্যুবরণ করা)
Example Sentence:
-
The doctors managed to revive the patient after a critical heart attack.
-
Bangla Meaning: ডাক্তাররা একটি গুরুতর হার্ট অ্যাটাকের পরে রোগীকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছিলেন।
Other options:
খ) She revived the plants by keeping them in the dark.
-
গাছকে "অন্ধকারে রেখে" বাঁচানো যায় না; বরং গাছ আলোর মাধ্যমে বাঁচে।
-
তাই এটি অবাস্তব বাক্য।
গ) The athlete revived his teammates by sitting quietly.
-
বাক্যের অর্থ বিভ্রান্তিকর।
-
"চুপচাপ বসে থেকে" দলের সদস্যদের পুনরুজ্জীবিত করা অযৌক্তিক।
ঘ) He revived the cake by freezing it.
-
বাক্যটি অপ্রাসঙ্গিক।
Source: Live MCQ Lecture.
0
Updated: 1 month ago
Transform it into an assertive sentence:
Isn’t he your friend?
Created: 1 month ago
A
He is not your friend.
B
He is your friend.
C
He may be your friend.
D
He will be your friend.
এই প্রশ্নে negative interrogative বাক্যকে assertive sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— He is your friend.
-
মূল বাক্য: Isn’t he your friend?
-
এটি এমন একটি প্রশ্ন যা মূলত “সে তোমার বন্ধু” এই ধারণা নিশ্চিত করতে চায়।
-
Assertive sentence-এ রূপান্তরের সময় প্রশ্নের অর্থ এবং ভাব অক্ষুণ্ণ রাখা হয়।
-
যেহেতু বক্তা আশা করছে উত্তর হবে হ্যাঁ, তাই assertive রূপ হবে: He is your friend.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) He is not your friend → মূল প্রশ্নের ভাবের বিপরীত অর্থ প্রকাশ করে।
-
গ) He may be your friend → এটি অনিশ্চয়তা বোঝায়, যা মূল প্রশ্নে নেই।
-
ঘ) He will be your friend → এটি ভবিষ্যৎ কাল বোঝায়, অথচ প্রশ্নটি বর্তমান সম্পর্কে।
0
Updated: 1 month ago
He prefers chocolate________ vanilla.
Created: 1 month ago
A
rather than
B
rather more that
C
to
D
relative than
Prefer ক্রিয়ার পর কোন জিনিস বা কাউকে অন্যটির তুলনায় বেশি পছন্দ করা বোঝাতে to ব্যবহার হয়।
-
Complete Sentence: He prefers chocolate to vanilla.
-
অর্থ: সে ভ্যানিলার তুলনায় চকলেটকে বেশি পছন্দ করে।
-
Prefer (someone or something) to (someone or something else)
-
ইংরেজি অর্থ: কোনো এক জিনিস বা কাউকে অন্যটির চেয়ে পছন্দ করা বা চাইতে ইচ্ছুক হওয়া
-
বাংলা অর্থ: অধিক পছন্দ করা
-
উদাহরণ: He prefers watching football to playing it.
-
-
আরও উদাহরণ:
-
We prefer staying home to going out.
-
You should prefer honesty to flattery.
-
My parents prefer classical music to pop.
-
She prefers working alone to working in a team.
-
0
Updated: 4 weeks ago