I am late, ___?
A
am I?
B
aren't I?
C
amn't I?
D
is it?
উত্তরের বিবরণ
Correct Answer: খ) aren’t I?
-
মূল বাক্য: I am late → এটি একটি affirmative (positive) sentence।
-
Tag question-এর নিয়ম অনুযায়ী, মূল বাক্য positive হলে tag হবে negative।
-
Subject হলো I এবং auxiliary verb am, তবে amn't I ব্যবহার করা হয় না। এটি একটি ব্যতিক্রম।
-
সঠিক tag question: I am late, aren’t I?
Other options:
-
ক) am I? → এটি affirmative tag, মূল বাক্যও affirmative, তাই ভুল।
-
গ) amn't I? → grammatically incorrect; standard English-এ নেই।
-
ঘ) is it? → Subject ভুল (I নয়, "it"), সম্পূর্ণ ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
The word 'Regret' is applicable as -
Created: 1 month ago
A
Verb
B
Noun
C
Adjective
D
Both noun and verb
Regret শব্দটি noun এবং verb উভয়ভাবেই ব্যবহারযোগ্য।
-
Regret (Noun)
-
অর্থ: কোনো ঘটনার বা নিজের কোনো কাজ/ত্রুটি নিয়ে দুঃখ, অনুতাপ বা খেদ।
-
বাংলা অর্থ: অনুতাপ, পরিতাপ, খেদ, দুঃখ; বা নিমন্ত্রণ প্রত্যাখ্যানের সৌজন্যসূচক দুঃখপ্রকাশ।
-
উদাহরণ: She expressed her regret at Virginia's death.
-
-
Regret (Verb)
-
অর্থ: কোনো ঘটনার বা নিজের কোনো কাজ/ত্রুটি নিয়ে দুঃখিত বা অনুতপ্ত হওয়া।
-
বাংলা অর্থ: দুঃখ করা, অনুশোচনা বা আক্ষেপ করা, অনুতপ্ত হওয়া।
-
উদাহরণ: She immediately regretted her words.
-
0
Updated: 4 weeks ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Where have you been born?
B
Where had you been born?
C
Where were you born?
D
Where was your birth?
সঠিক বাক্য হলো Where were you born?
-
বাংলা অর্থ: আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
-
এটি past simple tense এ তৈরি একটি প্রশ্ন। জন্ম নেওয়া একটি এককালীন অতীত ঘটনা, তাই passive voice ব্যবহার করে were you born বলা হয়।
-
“To be born” ক্রিয়া নিজস্বভাবে সংঘটিত হয়, সুতরাং এটি সর্বদা passive structure এ ব্যবহৃত হয়।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
"Where have you been born?" – Present perfect ব্যবহার করা যায় না কারণ জন্ম একটি এককালীন অতীত ঘটনা।
-
"Where had you been born?" – Past perfect এখানে অপ্রয়োজনীয়।
-
"Where was your birth?" – ইংরেজিতে অস্বাভাবিক এবং প্রাকৃতিক শোনায় না।
0
Updated: 4 weeks ago
Everybody has some desire. (Interrogative)
Created: 1 month ago
A
Who has some desire?
B
Who has no desire?
C
Who does not have some desire?
D
Who is not desiring?
The correct answer: খ) Who has no desire?
-
Assertive: Everybody has some desire.
-
Interrogative: Who has no desire? বা Who does not have any desire?
Assertive → Interrogative রূপান্তরের নিয়ম:
-
Assertive-এ যদি everyone/everybody + verb থাকে, তাহলে Interrogative-এ হয়: Who + (Auxiliary verb) + not + verb।
Examples:
-
Ass: Everyone likes flowers. → Int: Who does not like flowers?
-
Ass: Everyone must die. → Int: Who will not die?
-
Ass: Everybody has some needs. → Int: Who has no needs?
-
Ass: Everybody is greedy. → Int: Who is not greedy?
Other options:
-
ক) Who has some desire? → Affirmative question, মূল বাক্যের মানে অনুসারে ভুল।
-
গ) Who does not have some desire? → ভুল, কারণ negative বাক্যে some এর পরিবর্তে any বা no ব্যবহার হয়।
-
ঘ) Who is not desiring? → ভুল এবং অস্বাভাবিক, কারণ desire এখানে abstract noun, সাধারণ verb নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago