I am late, ___?
A
am I?
B
aren't I?
C
amn't I?
D
is it?
উত্তরের বিবরণ
Correct Answer: খ) aren’t I?
-
মূল বাক্য: I am late → এটি একটি affirmative (positive) sentence।
-
Tag question-এর নিয়ম অনুযায়ী, মূল বাক্য positive হলে tag হবে negative।
-
Subject হলো I এবং auxiliary verb am, তবে amn't I ব্যবহার করা হয় না। এটি একটি ব্যতিক্রম।
-
সঠিক tag question: I am late, aren’t I?
Other options:
-
ক) am I? → এটি affirmative tag, মূল বাক্যও affirmative, তাই ভুল।
-
গ) amn't I? → grammatically incorrect; standard English-এ নেই।
-
ঘ) is it? → Subject ভুল (I নয়, "it"), সম্পূর্ণ ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
Transform it into an affirmative sentence:
He never neglects his duty.
Created: 1 month ago
A
He always neglects his duty.
B
He performs his duty regularly.
C
He always performs his duty.
D
He hardly does his duty.
এই প্রশ্নে একটি negative sentence-কে affirmative sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— He always performs his duty.
-
মূল বাক্য: He never neglects his duty.
-
এটি negative বাক্য, কারণ এতে never ব্যবহৃত হয়েছে।
-
Affirmative বাক্যে অর্থ একই রেখে বলতে হবে যে সে তার দায়িত্ব পালন করে।
-
“Never neglects” মানে হলো সর্বদা তার দায়িত্ব পালন করে।
-
তাই সঠিক affirmative বাক্য হবে: He always performs his duty.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) He always neglects his duty → পুরোপুরি বিপরীত অর্থ প্রকাশ করে।
-
খ) He performs his duty regularly → অর্থ দিতে পারে কিন্তু “always” এর পূর্ণ অর্থ প্রকাশ করে না।
-
ঘ) He hardly does his duty → বোঝায় সে খুব কম দায়িত্ব পালন করে, যা ভুল।
0
Updated: 1 month ago
Transform it into a simple sentence:
As he was ill, he could not attend school.
Created: 1 month ago
A
He was ill, so he missed school.
B
Being ill, he could not attend school.
C
Since he was ill, he missed school.
D
He couldn’t attend school though he was ill.
এই প্রশ্নে complex sentence-কে simple sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— Being ill, he could not attend school.
-
মূল বাক্য: As he was ill, he could not attend school.
-
এটি একটি complex sentence, কারণ এতে দুটি clause রয়েছে: একটি principal clause এবং একটি subordinate clause।
-
Simple sentence-এ কেবল একটি clause থাকে, অথবা subordinate clause-এর পরিবর্তে participle phrase ব্যবহার করা হয়।
-
Being ill হলো present participle phrase, যা As he was ill এর সরল রূপ।
-
এটি বাক্যের অর্থ অক্ষুণ্ণ রেখে কেবল একটি clause-এ রূপান্তর করে।
-
তাই সঠিক simple sentence হলো: Being ill, he could not attend school.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) He was ill, so he missed school → এটি compound sentence।
-
গ) Since he was ill, he missed school → এটি complex sentence।
-
ঘ) He couldn’t attend school though he was ill → এটি complex sentence।
0
Updated: 1 month ago
Transform it into passive voice:
They will complete the work by tomorrow.
Created: 1 month ago
A
The work will complete by them by tomorrow.
B
The work will be completed by tomorrow.
C
The work will be completed by them by tomorrow.
D
The work is completed by them tomorrow.
এই প্রশ্নে active voice বাক্যকে passive voice-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— The work will be completed by them by tomorrow.
-
মূল বাক্য: They will complete the work by tomorrow.
-
এটি active voice, যেখানে subject হলো They এবং verb হলো will complete।
-
Passive voice-এ object (the work) কে subject হিসেবে বসানো হয় এবং verb-এর রূপ হয়: will be + past participle।
-
“Complete” এর past participle হলো completed, তাই verb গঠন হবে: will be completed।
-
কাজটি কে করবে তা বোঝাতে by them যোগ করা হয়।
-
সময়সূচক by tomorrow অপরিবর্তিত থাকে।
-
সুতরাং সঠিক passive voice হবে: The work will be completed by them by tomorrow.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) The work will complete by them by tomorrow → ভুল, কারণ passive গঠন হয়নি।
-
খ) The work will be completed by tomorrow → আংশিক ঠিক, কিন্তু by them না থাকায় অসম্পূর্ণ।
-
ঘ) The work is completed by them tomorrow → ভুল, কারণ এখানে present tense (is completed) ব্যবহার হয়েছে, যেখানে মূল বাক্য future tense।
0
Updated: 1 month ago