A
১২০
B
১৪০
C
১৬০
D
৮০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?

সমাধান:
১০০ × ৭ = ৫ × ক
⇒ ৭০০ = ৫ক
∴ ক = ১৪০
নির্দেশিত স্থানে ১৪০ কেজি ওজন রাখতে হবে।

0
Updated: 17 hours ago
একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?
Created: 1 day ago
A
৬ টি
B
১০ টি
C
১২ টি
D
৫ টি
প্রশ্ন: একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?
সমাধান:
ধরি,
বাঘের সংখ্যা x এবং উটপাখির সংখ্যা y
যেহেতু প্রতিটি প্রাণীর একটি করে মাথা থাকে এবং মোট মাথার সংখ্যা ১৫,
∴ x + y = ১৫ ....... (১)
আবার,
বাঘের ৪টি পা এবং উটপাখির ২টি পা থাকে, এবং মোট পায়ের সংখ্যা ৫০,
∴ ৪x + ২y = ৫০ ...... (২)
এখন সমীকরণ (১) নং হতে পাই,
x = ১৫ - y
সমীকরণ (১) নং হতে পাই,
৪(১৫ - y) + ২y = ৫০
⇒ ৬০ - ৪y + ২y = ৫০
⇒ ২y = ৬০ - ৫০
⇒ y = ১০/২
∴ y = ৫
∴ উটপাখির সংখ্যা = ৫ টি।

0
Updated: 1 day ago
কোন শব্দযুগলটি ভিন্ন?
Created: 3 days ago
A
False, True
B
Sharp, Blunt
C
Love, Affection
D
Abundance, Scarcity
প্রশ্নের বিশ্লেষণ
-
False – মিথ্যা
-
True – সত্য
➡️ একে অপরের বিপরীতার্থক (Antonym)। -
Sharp – তীক্ষ্ণ
-
Blunt – ভোঁতা
➡️ এটিও বিপরীতার্থক (Antonym)। -
Love – ভালোবাসা
-
Affection – প্রেম
➡️ এখানে শব্দ দুটির অর্থ কাছাকাছি, অর্থাৎ সমার্থক (Synonym)। -
Abundance – প্রাচুর্য
-
Scarcity – ঘাটতি
➡️ একে অপরের বিপরীতার্থক (Antonym)।
উপসংহার: এখানে চারটি অপশনের মধ্যে কেবলমাত্র (গ) নম্বর অপশনটিতে Synonym (সমার্থক শব্দ) আছে। আর বাকি সবগুলোতে Antonym (বিপরীতার্থক শব্দ) দেওয়া হয়েছে। তাই ভিন্ন অপশন হলো (গ) – Love & Affection।
তথ্যসূত্র: Oxford Advanced Learner’s Dictionary, Cambridge English Dictionary.

0
Updated: 3 days ago
Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 day ago
A
neutral
B
discriminatory
C
equitable
D
even-handed
প্রশ্ন:
-
Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
-
Impartial মানে: পক্ষপাতহীন, নিরপেক্ষ
-
বিপরীতার্থক শব্দ: discriminatory
-
অর্থ: পক্ষপাতপূর্ণ, বৈষম্যমূলক
-
অন্যান্য অপশন:
-
neutral → নিরপেক্ষ, পক্ষপাতহীন
-
equitable → ন্যায়পরায়ণ, সুবিচারপূর্ণ
-
even-handed → পক্ষপাতহীন, ন্যায়পরায়ণ
সঠিক উত্তর:

0
Updated: 1 day ago