A
প্রমথ চৌধুরী
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরের বিবরণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুর
-
মৃত্যু: ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি, কলকাতা
-
পেশা ও পরিচিতি: বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী
-
রচনার বৈশিষ্ট্য:
-
পল্লীর জীবন ও সমাজের চিত্রায়ণ
-
ব্যক্তিমানুষের মন ও পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার সংঘাত
-
সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ
-
-
চিত্রকর্ম: বার্মায় বসবাসকালে অঙ্কিত ‘মহাশ্বেতা’ (ওয়েল পেইন্টিং)
উল্লেখযোগ্য উপন্যাস
-
বড়দিদি
-
পরিণীতা
-
বিরাজ বৌ
-
পণ্ডিত মশাই
-
পল্লী সমাজ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
দত্তা
-
গৃহদাহ
-
বামুনের মেয়ে
-
দেনা পাওনা
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
বিপ্রদাস
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া

0
Updated: 17 hours ago
'সাবিত্রী ও কিরণময়ী' - চরিত্র দুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের?
Created: 2 weeks ago
A
বড়দিদি
B
শেষের পরিচয়
C
চরিত্রহীন
D
শ্রীকান্ত
‘চরিত্রহীন’ উপন্যাস
-
‘চরিত্রহীন’ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে।
-
এটি রচিত হয়েছে প্রথা বহির্ভূত প্রেম ও নারী-পুরুষ সম্পর্ক নিয়ে, তাই উপন্যাসের নামকরণ করা হয়েছে ‘চরিত্রহীন’।
-
গল্পে মোট চারটি নারী চরিত্র রয়েছে, যার মধ্যে প্রধান দুটি চরিত্র: সাবিত্রী ও কিরণময়ী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসসমূহ
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয় প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) শরৎ রচনাবলী

0
Updated: 2 weeks ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
Created: 1 month ago
A
কলিকাতা বিশ্ববিদ্যালয়
B
ঢাকা বিশ্ববিদ্যালয়
C
বিশ্বভারতী
D
শান্তিনিকেতন
বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রী এবং ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করা হয়। তাঁর রচিত উপন্যাস: বড় দিদি, পল্লি সমাজ, বিরাজ বৌ, শ্রীকান্ত, চরিত্রহীন, দেবদাস, গৃহদাহ, দেনাপাওনা, পথের দাবী ইত্যাদি।

0
Updated: 1 month ago
'ন্যাড়া' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন গল্পের চরিত্র?
Created: 2 weeks ago
A
বিন্দুর ছেলে
B
মেজদিদি
C
বিলাসী
D
মহেশ
‘বিলাসী’ ছোটগল্প
-
‘বিলাসী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প।
-
গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে।
-
‘বিলাসী’ গল্পে ‘ন্যাড়া’ চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব ছায়াপাত লক্ষ্য করা যায়।
-
গল্পের বিখ্যাত উক্তি:
“টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।”
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য ছোটগল্পসমূহ
-
মহেশ
-
বিলাসী
-
সতী
-
মামলার ফল
-
রামের সুমতি
-
মেজদিদি
-
বিন্দুর ছেলে
-
ছবি প্রভৃতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago