
A

B

C

D

উত্তরের বিবরণ
প্রশ্ন:

সমাধান:
ঘ চিত্রটি প্রশ্নবোধক ত্রিভুজের নিচের ত্রিভুজের অবস্থা নির্দেশ করে।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
2
B
4
C
6
D
8
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
20 + 15 - 5 = 30;
8 + 10 - 6 = 12
৩য় চিত্রে
? + 8 - 10 = 2
বা, ? - 2 = 2
বা, ? = 2 + 2
∴ ? = 4
0
Updated: 1 month ago
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
Created: 2 months ago
A
৬টি
B
৭টি
C
৮টি
D
১০টি
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:

চিত্র অনুসারে,
ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC।
সুতরাং মোট ত্রিভুজ ৮টি।
0
Updated: 2 months ago
AC = BC হলে নিচের চিত্রে x এর মান কত?
Created: 1 month ago
A
100°
B
110°
C
120°
D
90°
প্রশ্ন: AC = BC হলে নিচের চিত্রে x এর মান কত?
সমাধান:
চিত্রে, ∠CAB = 180° - x
দেওয়া আছে,
AC = BC
∴ ∠ABC = 180° - x
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
∴ 180° - x + 180° - x + 40° = 180°
⇒ 400° - 2x = 180°
⇒ - 2x = 180° - 400°
⇒ - 2x = - 220°
⇒ x = (- 220°)/(- 2)
∴ x = 110°
0
Updated: 1 month ago
