ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
A
১২০
B
১৪০
C
১৬০
D
৮০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?

সমাধান:
১০০ × ৭ = ৫ × ক
⇒ ৭০০ = ৫ক
∴ ক = ১৪০
নির্দেশিত স্থানে ১৪০ কেজি ওজন রাখতে হবে।
0
Updated: 1 month ago
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর - ক) খ) গ) ঘ)
Created: 1 month ago
A
পুত্র
B
ভাই
C
পিতা
D
চাচা
এখানে, P এবং Q দুই ভাই, আর R এবং S দুই বোন। পরিবারের মধ্যে সম্পর্কগুলো হলো:
-
P-এর ছেলে হলো S-এর ভাই, অর্থাৎ P এবং S-এর মধ্যে বাবা–সন্তান সম্পর্ক।
-
R হলো S-এর বোন, অর্থাৎ R ও S একই মা-বাবার কন্যা।
-
যেহেতু R এবং S বোন, আর S হলো P-এর ছেলে বা কন্যা, তাই R হলো P-এর মেয়ে।
-
P-এর ভাই হলো Q, সুতরাং Q হলো R-এর চাচা।
0
Updated: 1 month ago
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে নিচের কোনটি বোঝাবে?
Created: 1 month ago
A
TQPSV
B
TQPSU
C
TQPRS
D
TQPRU
প্রশ্ন:
-
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে কী বোঝাবে?
সমাধান:
-
প্রথম উদাহরণ বিশ্লেষণ: GAMES → HBNFT
-
প্রতিটি বর্ণকে পরবর্তী বর্ণে পরিবর্তন করা হয়েছে:
-
G → H
-
A → B
-
M → N
-
E → F
-
S → T
-
-
-
একই নিয়ম SPORT-এর ক্ষেত্রে প্রয়োগ:
-
S → T
-
P → Q
-
O → P
-
R → S
-
T → U
-
উত্তর:
0
Updated: 1 month ago
৫, ৭, ১০, ১৪, ......... ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
১৭
B
১৮
C
১৯
D
২১
এখানে,
১ম পদ = ৫
২য় পদ = ৫ +২ = ৭
৩য় পদ = ৭ + ৩ = ১০
৪র্থ পদ = ১০ + ৪ = ১৪
৫ম পদ = ১৪ + ৫ = ১৯
৬ষ্ঠ পদ = ১৯ + ৬ = ২৫
0
Updated: 1 month ago