ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
A
১২০
B
১৪০
C
১৬০
D
৮০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?

সমাধান:
১০০ × ৭ = ৫ × ক
⇒ ৭০০ = ৫ক
∴ ক = ১৪০
নির্দেশিত স্থানে ১৪০ কেজি ওজন রাখতে হবে।
0
Updated: 1 month ago
নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
Created: 1 month ago
A
৯
B
৮
C
১১
D
১০
প্রশ্ন: নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
সমাধান:
প্রদত্ত সিরিজটি হলো- ১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
এখানে সিরিজটিকে দুটি ভাগ করা যায়।
প্রথম সিরিজক- ১, ২, ৩, ৪, ৫, ৬
দ্বিতীয় সিরিজ- ৪, ৫, ৬, ৭, ৯
দ্বিতীয় সিরিজটিতে- ৪, ৫, ৬, ৭-এর পর ৮ আসার কথা, কিন্তু আছে ৯।
তাই, ভুল সংখ্যাটি হলো ৯।
সঠিক উত্তর: (ক) ৯
0
Updated: 1 month ago
Sword : Warrior : : Pen : ?
Created: 1 month ago
A
Painter
B
Poet
C
Writer
D
Singer
প্রশ্ন:
-
Sword : Warrior :: Pen : ?
সমাধান:
-
Sword : Warrior → তলোয়ার : যোদ্ধা
-
অনুরূপভাবে, Pen : Writer → কলম : লেখক
কারণ:
-
যোদ্ধার হাতিয়ার হলো তলোয়ার
-
লেখকের হাতিয়ার হলো কলম
অর্থ:
সঠিক উত্তর:
0
Updated: 1 month ago
২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
৩২০ মিটার
B
৩৫০ মিটার
C
২৬০ মিটার
D
৪০০ মিটার
প্রশ্ন: ২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা
= (৭২ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ২০ মিটার
∴ ৩০ সেকেন্ডে যায় (২০ × ৩০) = ৬০০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৬০০ - ২৮০ = ৩২০ মিটার
0
Updated: 1 month ago