কোন লেখকের ছদ্মনাম "অশীতিপর শর্মা"?
A
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
B
নারায়ণ গঙ্গোপাধ্যায়
C
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
D
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরের বিবরণ
সত্যেন্দ্রনাথ দত্ত
-
জন্ম: ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, কলকাতার নিকটবর্তী নিমতা গ্রাম
-
পেশা ও পরিচিতি: কবি ও ছান্দসিক; বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা'
-
ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর
অন্যান্য সাহিত্যিকের ছদ্মনাম
-
নারায়ণ গঙ্গোপাধ্যায়: সুনন্দ
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: হাবু শর্মা
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়: যাযাবর
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
Created: 2 months ago
A
ষষ্ঠীচরণ দেবশর্মা
B
অকপটচন্দ্র ভাস্কর
C
শ্রীমতি শর্মণঃ
D
শ্রীমতি মধ্যমা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামসমূহ:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এগুলো হলো—
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 2 months ago
কায়কোবাদের প্রকৃত নাম কী?
Created: 2 months ago
A
কাজেম আল কোরেশী
B
আবু নাসের কায়কোবাদ
C
কায়কোবাদ ইসলাম
D
আবুল হোসেন কায়কোবাদ
কায়কোবাদের প্রকৃত নাম হলো:
ঘ) আবুল হোসেন কায়কোবাদ ✅
তিনি বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য মুসলিম কবি ছিলেন।
0
Updated: 2 months ago
'কাব্যভূষণ' কোন কবির উপাধি?
Created: 2 months ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
ভারতচন্দ্র
C
বিদ্যাপতি
D
কায়কোবাদ
কাজেম আল কোরায়েশী / কায়কোবাদ
-
উপাধি: কাব্যভূষণ
-
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী
-
সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ
-
বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা।
-
মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কবি কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়।
অন্য কবিদের উপাধি:
-
মধ্যযুগের কবি বিদ্যাপতি – ‘কবিকন্ঠহার’
-
ভারতেন্দ্র – ‘রায়গুণাকর’
-
মুকুন্দরাম চক্রবর্তী – ‘কবিকঙ্কন’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago