'আমরা রাজশাহী গিয়েছিলাম।' - বাক্যটি কোন কালের উদাহরণ?
A
পুরাঘটিত অতীত
B
নিত্যবৃত্ত অতীত
C
নিত্যবৃত্ত বর্তমান
D
পুরাঘটিত বর্তমান
উত্তরের বিবরণ
পুরাঘটিত অতীত কাল
সংজ্ঞা: অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটেছে এবং পরে আরও কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।
উদাহরণ:
-
সন্ধ্যা হওয়ার আগেই আমরা মসজিদে পৌঁছেছিলাম।
-
খরবটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে।
-
আমরা রাজশাহী গিয়েছিলাম।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
-
বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি
0
Updated: 1 month ago
কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?
Created: 1 month ago
A
খুব সকালে ঘুম থেকে উঠতাম।
B
বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম।
C
আমরা তখন বই পড়ছিলাম।
D
তারা সেখানে বেড়াতে গেল।
বাংলা ক্রিয়ার ক্ষেত্রে অতীত কালের বিভিন্ন রূপ রয়েছে, যার মধ্যে পুরাঘটিত অতীত বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি সেই অতীতকালকে বোঝায়, যেখানে কোনো ক্রিয়া বহু পূর্বে সংঘটিত হয়েছে এবং পরে আরও কোনো ঘটনা ঘটেছে।
-
পুরাঘটিত অতীতের উদাহরণ:
-
বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।
-
অন্য অতীতকালগুলোর উদাহরণ:
-
সাধারণ অতীত: তারা সেখানে বেড়াতে গেল।
-
ঘটমান অতীত: আমরা তখন বই পড়ছিলাম।
-
নিত্য অতীত: খুব সকালে ঘুম থেকে উঠতাম।
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি পুরাঘটিত অতীত কাল নির্দেশ করে?
Created: 1 month ago
A
আমরা তখন পত্রিকা পড়ছিলাম।
B
কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।
C
কাজটি কি তুমি করেছিলে?
D
শিকারি পাখিটিকে গুলি করল।
বাংলা ভাষায় অতীত কাল ক্রিয়ার সময় ও ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী তিন ধরনের ভাগে ভাগ করা হয়। প্রতিটি অতীত কাল নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
পুরাঘটিত অতীত কাল
-
সংজ্ঞা: যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটেছে, তাকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।
-
উদাহরণ:
-
সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
-
কাজটি কি তুমি করেছিলে?
-
-
-
সাধারণ অতীত কাল
-
সংজ্ঞা: বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তার সংঘটন সাধারণ অতীত কাল।
-
উদাহরণ:
-
শিকারি পাখিটিকে গুলি করল।
-
-
-
ঘটমান অতীত কাল
-
সংজ্ঞা: অতীত কালে যে কাজ চলছিল এবং সেই সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি, এমন ক্রিয়ার সংঘটনকে ঘটমান অতীত কাল বলে।
-
উদাহরণ:
-
কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।
-
আমরা তখন বই পড়ছিলাম।
-
বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।
-
-
উৎস:
0
Updated: 1 month ago
"খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে।” - বাক্যটি ক্রিয়ার কোন কালের উদাহরণ?
Created: 1 month ago
A
সাধারণ অতীত
B
ঘটমান অতীত
C
পুরাঘটিত অতীত
D
নিত্য অতীত
পুরাঘটিত অতীত হলো এমন অতীতকাল যার ক্রিয়া বহু পূর্বে সম্পন্ন হয়েছে এবং তার পরে আরও কিছু ঘটনা ঘটেছে।
-
উদাহরণ: বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।
-
উদাহরণ: খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে।
অতীত কালের চার প্রকার:
-
সাধারণ অতীত
-
ঘটমান অতীত
-
পুরাঘটিত অতীত
-
নিত্য অতীত
0
Updated: 1 month ago