'ঘরমুখো' - শব্দটি কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
A
সমানাধিকরণ
B
মধ্যপদলোপী
C
ব্যধিকরণ
D
প্রত্যয়ান্ত
উত্তরের বিবরণ
প্রত্যয়ান্ত বহুব্রীহি
সংজ্ঞা: যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলা হয়।
উদাহরণ:
-
এক দিকে চোখ (দৃষ্টি) যার → একচোখা (চোখ + আ)
-
ঘরের দিকে মুখ যার → ঘরমুখো (মুখ + ও)
-
নিঃ (নেই) খরচ যার → নি-খরচে (খরচ + এ)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)
0
Updated: 1 month ago
পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
Created: 1 month ago
A
সমানাধিকরণ
B
প্রত্যয়ান্ত
C
ব্যাধিকরণ
D
ব্যতিহার
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন: হত হয়েছে শ্রী যার = হতশ্রী, খোশ মেজাজ যার = খােশ মেজাজ প্রভৃতি ।
0
Updated: 1 month ago
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ
Created: 1 month ago
A
প্রভাত
B
স্বজন
C
বিমনা
D
নির্বিঘ্ন
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
'গায়ে হলুদ' কোন সমাস?
Created: 6 months ago
A
অব্যয়ীভাব সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
তৎপুরুষ সমাস
D
বহুব্রীহি সমাস
0
Updated: 6 months ago