A
আকাশ
B
পদ্ম
C
শব্দ
D
বায়ু
উত্তরের বিবরণ
শব্দ ও অর্থ:
-
নিস্বন: শব্দ, নিনাদ, ধ্বনি, আওয়াজ
-
বায়ু: বাতাস, মলয়, সমীরণ, পবন, দেহমধ্যস্থ পঞ্চবায়ু
-
পদ্ম: পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ
-
আকাশ: গগন, অন্তরীক্ষ, অম্বর, ব্যোম; শূন্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 17 hours ago
'অভিরাম' শব্দের অর্থ কী?
Created: 3 days ago
A
বিরামহীন
B
বালিশ
C
চলন
D
সুন্দর
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী:
-
অভিরাম অর্থ সুন্দর।
-
অবিরাম অর্থ অনবরত, বিরামহীন।
-
উপাধান অর্থ বালিশ।
-
চলন অর্থ গমন বা ভ্রমণ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 days ago
অপলাপ শব্দের অর্থ কি?
Created: 1 month ago
A
অস্বীকার
B
মিথ্যা
C
প্রলাপ
D
অসদালাপ
অপলাপ (বিশেষ্য পদ)
-
এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ।
অর্থসমূহ:
-
অবজ্ঞা বা অবমাননা।
-
গোপনীয়তা বা রহস্য।
-
মিথ্যা বলা বা সত্যের প্রতি বৈপরীত্য (যেমন: সত্যের অপলাপ)।
-
অস্বীকার বা প্রত্যাখ্যান (উদাহরণ: “তুমি সম্পূর্ণ পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ” — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
নারিকেল
B
খেজুর
C
সুপারি
D
ঝাউ
কাজী নজরুল ইসলাম ও “চক্রবাক” কাব্যগ্রন্থ
-
কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা: “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”।
-
এখানে ‘গুবাক’ শব্দের অর্থ হলো সুপারি।
-
কবিতাটি প্রেমের কাব্য।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)
-
সঞ্চিতা
-
মরুভাস্কর
-
চিত্তনামা
-
ছায়ানট
-
বিষের বাশী
-
সন্ধ্যা
-
দোলন চাপা
-
জিন্জির
-
চক্রবাক
-
প্রলয়শিখা
-
ফণিমনসা
-
সর্বহারা
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙ্গার গান
-
ঝিঙে ফুল
-
সাম্যবাদী
গুবাক / গূবাক (বিশেষ্য)
-
সুপারি (উদাহরণ: “বিশ্বাসে গুবাক পান খান তার হাতে” – ঘনরাম চক্রবর্তী)
-
সুপারি গাছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি অভিধান

0
Updated: 2 weeks ago