'ঢিলেমি' অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়েছে?
A
ধামাধরা
B
গয়ংগচ্ছ
C
তালকানা
D
ডাকাবুকো
উত্তরের বিবরণ
বাগ্ধারা ও অর্থ:
-
গয়ংগচ্ছ: ঢিলেমি
-
ডাকাবুকো: নির্ভীক
-
তালকানা: কাণ্ডজ্ঞানহীন
-
ধামাধরা: তোষামোদে
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
Created: 5 months ago
A
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B
বক ধার্মিক; বিড়াল তপস্বী
C
রুই-কাতলা; কেউ কেটা
D
বক ধার্মিক; ভিজে বেড়াল
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্ধারাগুলোর অর্থ - ভণ্ড।
বক ধার্মিক ও বিড়াল তপস্বী — ভণ্ড ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
-
ভিজে বিড়াল — কপট বা ভানকারী মানুষকে নির্দেশ করে।
-
অমাবস্যার চাঁদ — অত্যন্ত দুর্লভ বা খুব কষ্টে মেলে এমন কিছু।
-
আকাশ কুসুম — বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন, অসম্ভব কল্পনা।
-
রুই-কাতলা — সমাজে বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি।
-
কেউ কেটা — অপ্রধান বা তুচ্ছ কোনো ব্যক্তি বা বস্তু।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
-
ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ
0
Updated: 5 months ago
‘বিষ নেই তার কুলোপনা চক্কর ‘বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 1 month ago
A
যার কোন প্রকার ক্ষমতা নাই
B
অন্তঃসার শূন্য অবস্থা
C
ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
D
অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির অর্থ যার কোন প্রকার ক্ষমতা নেই/ অন্তঃসার শূণ্য অবস্থা/ ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ/অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন।
0
Updated: 1 month ago
'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
অতি আকাঙ্ক্ষিত বস্তু
B
অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
C
অদৃষ্টের পরিহাস
D
বিশেষ সম্মানিত ব্যক্তি
নদের চাঁদ অর্থ- অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। আকাশের চাঁদ = অতি আকাঙ্ক্ষিত বস্তু। অদৃষ্টের পরিহাসে-ভাগ্যের নিষ্ঠুরতা।
0
Updated: 1 month ago