'অনসূয়া' - বলতে কী বোঝায়?
A
যে নারীর এখনো বিয়ে হয়নি
B
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
C
যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না
D
যে নারীর হিংসা নাই
উত্তরের বিবরণ
নারীর বিশেষণ ও অর্থ:
-
অনসূয়া: যে নারীর হিংসা নেই
-
অনূঢ়া: যে নারীর এখনো বিয়ে হয়নি
-
নবোঢ়া: যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
-
অঙ্গনা: যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্ন
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'পা ধোয়ার জল'- এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
পাদক
B
পাদ্য
C
পাদঙ্ক
D
পদঙ্ক
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এক কথায় অর্থপ্রকাশ:
-
পা ধোয়ার জল → পাদ্য
-
যা বলা হয়েছে → উক্ত
-
যা বলা হয়নি → অনুক্ত
-
যা বলা হচ্ছে → বক্ষ্যমাণ
-
যা প্রকাশ করা হয়নি → অব্যক্ত
-
যা পূর্বে শোনা যায়নি → অশ্রুতপূর্ব
0
Updated: 1 month ago
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
Created: 3 months ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।
0
Updated: 3 months ago
যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে?
Created: 2 weeks ago
A
বক্তা
B
বাচাল
C
বাগ্মী
D
মিতভাষী
‘যিনি বক্তৃতা দানে পটু’ এর এক কথায় প্রকাশ হলো বাগ্মী।
বাগ্মী শব্দটি এমন ব্যক্তিকে বোঝায়, যিনি বক্তৃতা বা বক্তব্য প্রদানে দক্ষ, প্রাঞ্জল ও প্রভাববিস্তারকারীভাবে কথা বলতে পারেন।
অন্য শব্দগুলোর অর্থ:
-
বাচাল: যে অতিরিক্ত কথা বলে; প্রগল্ভ বা বাগাড়ম্বরপ্রিয় ব্যক্তি।
-
মিতভাষী: যে অল্প কথা বলে; সংযমী বক্তা বা সংক্ষিপ্তভাবে কথা বলায় অভ্যস্ত।
-
বক্তা: যে বক্তব্য দেয় বা বক্তৃতা প্রদান করে; তবে এটি দক্ষতার পরিবর্তে কেবল ভূমিকা প্রকাশ করে।
অতএব, প্রদত্ত প্রশ্নে সঠিক এক কথায় প্রকাশ হবে — বাগ্মী।
0
Updated: 2 weeks ago