'অনসূয়া' - বলতে কী বোঝায়?
A
যে নারীর এখনো বিয়ে হয়নি
B
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
C
যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না
D
যে নারীর হিংসা নাই
উত্তরের বিবরণ
নারীর বিশেষণ ও অর্থ:
-
অনসূয়া: যে নারীর হিংসা নেই
-
অনূঢ়া: যে নারীর এখনো বিয়ে হয়নি
-
নবোঢ়া: যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
-
অঙ্গনা: যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্ন
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ -
Created: 2 weeks ago
A
ঈপ্সা
B
জুগুপ্সা
C
জিঘাংসা
D
লিপ্সা
• 'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - লিপ্সা।
অন্যদিকে,
- 'গোপন করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায়- ঈপ্সা।
- 'হনন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - জিঘাংসা।
0
Updated: 2 weeks ago
সর্বজনের হিতকর- এক কথায় কী হবে?
Created: 2 months ago
A
সর্বজনীন
B
সার্বজনীন
C
বিশ্বজনীন
D
সর্বহিতকর
সর্ব জনের হিতকর – সর্বজনীন। বিশ্ব জনের হিতকর – বিশ্বজনীন। হিত কামনা করে যে - হিতৈষী।
0
Updated: 2 months ago
নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে?
Created: 2 months ago
A
অবিনশ্বর
B
নশ্বর
C
নষ্ট স্বভাব
D
বিনষ্ট
নষ্ট হয় যা - নশ্বর । নষ্ট হয় না যা - অবিনশ্বর।
0
Updated: 2 months ago