'প্রপৌত্র' - শব্দে উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
A
অনুগামিত
B
খ্যাতি
C
সম্যক
D
আধিক্য
উত্তরের বিবরণ
'প্র' উপসর্গের ব্যবহার
1. প্রকৃষ্ট/সম্যক অর্থে:
-
প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত
2. খ্যাতি অর্থে:
-
প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব
3. আধিক্য অর্থে:
-
প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার
4. গতি অর্থে:
-
প্রবেশ, প্রস্থান
5. ধারা-পরম্পরা বা অনুগামিত অর্থে:
-
প্রপৌত্র, প্রশাখা
তৎসম (সংস্কৃত) উপসর্গ
তৎসম উপসর্গের সংখ্যা: ২০
উদাহরণ: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago
খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?
Created: 1 month ago
A
পাতি
B
উপ
C
রাম
D
ইতি
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে মূলত তিন ভাগে ভাগ করা যায়— খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, এবং বিদেশি উপসর্গ।
খাঁটি বাংলা উপসর্গ বলতে বোঝায় বাংলা ভাষায় স্বাভাবিকভাবে ব্যবহৃত নিজস্ব উপসর্গ। এর সংখ্যা ২১টি। এগুলো হলো:
-
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
সংস্কৃত বা তৎসম উপসর্গ হলো সংস্কৃত ভাষা থেকে আগত উপসর্গ। এর সংখ্যা ২০টি। এগুলো হলো:
-
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
এখানে লক্ষ্যণীয় যে, আ, সু, বি, নি—এই চারটি উপসর্গ খাঁটি বাংলা ও তৎসম—উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। তাই প্রশ্নে বলা হয়েছে, “খাঁটি বাংলা উপসর্গ নয় – উপ”, কারণ উপ কেবল তৎসম উপসর্গ, খাঁটি বাংলা নয়।
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি?
Created: 2 months ago
A
২২টি
B
২১টি
C
২০টি
D
২৩টি
যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি।
0
Updated: 2 months ago
বাংলা উপসর্গ কোনটি?
Created: 2 months ago
A
পরা
B
অঘা
C
অপ
D
খাস
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়—
-
বাংলা উপসর্গ
-
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বাংলা উপসর্গ বলা হয়
-
মোট ২১টি
-
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
-
-
সংস্কৃত বা তৎসম উপসর্গ
-
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে
-
মোট ২০টি
-
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ
-
[উল্লেখ্য: বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়]
-
-
বিদেশি উপসর্গ
-
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত
-
কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু
-
উদাহরণ: আম, খাস, লা, গর, বাজে, বদ, বে, বর, ব, হেড, সাব, ফুল, হাফ
-
বিদেশি উপসর্গ সাধারণত অনির্দিষ্ট বা অনির্ণেয়
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 2 months ago