A
শোঁস্স্রু
B
শষ্রু
C
শোঁষ্রু
D
শঁস্রু
উত্তরের বিবরণ
শব্দ: শ্মশ্রু
উচ্চারণ: শোঁস্স্রু
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
‘শ’ এর বিভিন্ন উচ্চারণ:
-
স্বতন্ত্র শ-এর মতো:
-
শক্তি (শোক্তি)
-
মশা (মশা)
-
শাসন (শাশোন্)
-
সচিব (শোচিব)
-
-
যুক্ত শ + চ/ছ-এর মতো:
-
নিশ্চয় (নিশ্চয়)
-
শিরশ্ছেদ (শিরোশ্ছেদ)
-
উৎস:
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
-
বাংলা একাডেমি, বাঙলা উচ্চারণ অভিধান
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)

0
Updated: 17 hours ago
[ঋ] বর্ণের উচ্চারণ-
Created: 1 month ago
A
[রি]-এর মতো
B
[রা]-এর মতো
C
[রে]-এর মতো
D
[রৃ]-এর মতো
• [ঋ] বর্ণের উচ্চারণ:
ঋ বর্ণের উচ্চারণ [রি]-এর মতো।
যেমন:
- ঋতু [রিতু],
- ঋণ [রিন্],
- কৃষক [ক্রিশক্],
- দৃশ্য [দ্রিশৃশো]।

0
Updated: 1 month ago
অ বর্ণের [ও] উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে?
Created: 2 weeks ago
A
অদ্য
B
অনেক
C
কথা
D
কথা
‘অ’ বর্ণের উচ্চারণ
১. সাধারণ উচ্চারণ: [অ]
-
স্বাভাবিকভাবে উচ্চারিত হয়।
-
উদাহরণ: অনেক [অনেক্], কথা [কথা], অনাথ [অনাথ্]
২. প্রভাবিত উচ্চারণ: [ও]
-
পাশের ধ্বনির প্রভাবে ‘অ’ কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।
-
উদাহরণ:
-
অতি → [ওতি]
-
অণু → [ওনু]
-
পক্ষ → [পোক্কো]
-
অদ্য → [ওদো]
-
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
[ষ] বর্ণের উচ্চারণ হয়-
Created: 3 weeks ago
A
[স্র]-এর মতো
B
[স]-এর মতো
C
[শ]-এর মতো
D
কোনোটিই নয়
শ, ষ, স — উচ্চারণ নিয়ম
১. শ বর্ণের উচ্চারণ
-
[শ] ধ্বনিতে: শত → [শতো], শসা → [শশা]
-
[স] ধ্বনিতে: শ্রমিক → [স্রোমিক], শৃগাল → [সৃগাল]
২. স বর্ণের উচ্চারণ
-
কখনো [শ] আবার কখনো [স] ধ্বনিতে উচ্চারিত হয়। (উদাহরণ প্রয়োজন হলে আলাদা তালিকা দেওয়া যায়)
৩. ষ বর্ণের উচ্চারণ
-
সব সময় [শ] ধ্বনিতে: ভাষা → [ভাশা], ষোলো → [শোলো]

0
Updated: 3 weeks ago