A
তিরস্কার
B
অধঃগতি
C
বিশ্রুতি
D
উদ্গিরণ
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান: অধঃগতি
শুদ্ধ বানান: অধোগতি
শ্রেণী: বিশেষ্য পদ
শব্দের অর্থ: নিম্নগতি, অধঃপতন
অন্যান্য প্রাসঙ্গিক শব্দ: উদ্গিরণ, বিশ্রুতি, তিরস্কার
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 17 hours ago
নিচের কোনটি প্রমিত বানান?
Created: 3 weeks ago
A
অর্জ্জন
B
কর্ম্ম
C
কার্য্য
D
মূর্ছা
✅ প্রমিত বাংলা বানানের নিয়ম: দ্বিত্ব (বর্ণের পুনরাবৃত্তি) সংক্রান্ত নিয়ম
-
নিয়ম: কোনো শব্দে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব (একই বর্ণ দুবার লেখা) হবে না।
-
উদাহরণ:
অশুদ্ধ বানান | প্রমিত বানান |
---|---|
অর্জ্জন | অর্জন |
কর্ম্ম | কর্ম |
কার্য্য | কার্য |
মূর্চ্ছা | মূর্ছা |
অর্থাৎ, অপ্রয়োজনীয় দ্বিত্ব অপসারণ করেই প্রমিত বানান লেখা হবে।

0
Updated: 3 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমূর্ষূ
D
দ্বিজরাজ
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 3 weeks ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 day ago
A
চক্ষুস্মান
B
চক্ষুষ্মান
C
চক্ষুশ্মান
D
চক্ষুম্মাণ
চক্ষুষ্মান (চোক্খুশ্মান)-[স.চক্ষুঃ+মৎ] (বিশেষণ)। চোখ আছে এমন, তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন। সত্যদ্রষ্টা।

0
Updated: 1 day ago