কোনটি অশুদ্ধ বানান?
A
তিরস্কার
B
অধঃগতি
C
বিশ্রুতি
D
উদ্গিরণ
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান: অধঃগতি
শুদ্ধ বানান: অধোগতি
শ্রেণী: বিশেষ্য পদ
শব্দের অর্থ: নিম্নগতি, অধঃপতন
অন্যান্য প্রাসঙ্গিক শব্দ: উদ্গিরণ, বিশ্রুতি, তিরস্কার
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
প্রনয়নী
B
প্রণয়নী
C
প্রণয়িনী
D
প্রণয়নি
• শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি প্রণয়ী এর স্ত্রীবাচক শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 months ago
A
দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
B
দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
C
দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
D
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। চিহ্নিত উত্তরটি সঠিক নয়]
• সংশয় (বিশেষ্য):
১. সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)।
২. ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।
৩. অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)।
'সংশয়' শব্দটির বিশেষণরূপ = সংশয়িত, সংশয়াকুল, সংশয়পূর্ণ।
'সংশয়পূর্ণ' শব্দটির অর্থ - সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ।
সুতরাং, শুদ্ধ বাক্যটি হবে - তাহার জীবন সংশয়পূর্ণ।
এর দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 3 months ago
A
দন্দ
B
দ্বন্দ
C
দ্বন্দ্ব
D
দন্ব
• 'দ্বন্দ্ব' বানানটি শুদ্ধ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
'দ্বন্দ্ব' শব্দের অর্থ:
- বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।
- কলহ; ঝগড়া; বিবাদ।
- দ্বিধা।
- মল্লযুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago