কোন রঙের আলাের
তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
A
বেগুনি
B
নীল
C
কমলা
D
লাল
উত্তরের বিবরণ
আলোর তরঙ্গদৈর্ঘ্য
-
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
-
তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
-
তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
-
লাল আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
-
বেগুনি আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।
0
Updated: 1 month ago
Which of the following is the latest member country of BRICS?(September, 2025)
Created: 2 weeks ago
A
Saudi Arabia
B
Egypt
C
Indonesia
D
Iran
BRICS হলো বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ জোট, যা আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতায় বড় ভূমিকা রাখে। এর সূচনা, সম্প্রসারণ ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো—
-
গঠনের তারিখ: ১৬ জুন, ২০০৯।
-
পূর্বনাম: BRIC — এই নামটি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন—এই চার দেশের নামের প্রথম অক্ষর থেকে গঠিত।
-
পরিবর্তন: ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ার পর জোটটির নতুন নাম হয় BRICS।
-
প্রাথমিক সদস্য দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা — মোট ৫টি দেশ।
-
২০১৪ সালে BRICS-এর উদ্যোগে গঠিত হয় New Development Bank (NDB), যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
-
জোহানেসবার্গ শীর্ষ সম্মেলনে (দক্ষিণ আফ্রিকা) তিন মহাদেশের ছয়টি দেশকে জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া সদস্যপদ লাভ করে।
-
সর্বশেষ সদস্যপদ পায়: ইন্দোনেশিয়া।
-
বর্তমান সদস্য সংখ্যা: মোট ১১টি দেশ।
-
BRICS বর্তমানে বিশ্বের বৃহত্তম উদীয়মান অর্থনীতির জোটগুলোর একটি, যা সদস্য দেশগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা, উন্নয়নমূলক উদ্যোগ এবং বহুপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করে।
0
Updated: 2 weeks ago
সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
Created: 1 month ago
A
শ্রীলঙ্কা
B
মিয়ানমার
C
থাইল্যান্ড
D
হংকং
মিয়ানমারে অসংখ্য সোনালী রঙের প্যাগোডা ও স্তূপ রয়েছে, যা দেশের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। তাই মিয়ানমারকে সোনালী প্যাগোডার দেশ বলা হয়।
বিভিন্ন দেশের ভৌগলিক উপনামগুলো:
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান
উৎস:
0
Updated: 1 month ago
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা কয়টি?
Created: 1 month ago
A
১০ টি
B
১৫ টি
C
২০ টি
D
২৫ টি
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (আগস্ট, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (আগস্ট, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।
তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
0
Updated: 1 month ago