কে পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন?
A
জুলফিকার
আলী ভুট্টো
B
ইস্কান্দার
মির্জা
C
ইয়াহিয়া
খান
D
আইয়ুব
খান
উত্তরের বিবরণ
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি
-
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা।
-
পাকিস্তানের রাজনীতিতে শুরু থেকেই স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা ছিল।
-
২৩ মার্চ ১৯৫৬: ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন।
-
৭ অক্টোবর ১৯৫৮: ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের নেতৃত্বাধীন সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন জারি করেন।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক ঘোষণা করা হয়।
-
সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
-
গণতন্ত্রবিরোধী কার্যক্রমে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
-
২৭ অক্টোবর ১৯৫৮: মাত্র ২১ দিনের মাথায় আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে শিশুর বয়স সীমা কত?
Created: 1 month ago
A
০-১৮ বছর
B
০-৮ বছর
C
১-২০ বছর
D
০-১২ বছর
বাংলাদেশের জাতীয় শিশুনীতি শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ নীতি।
-
শিশুর সংজ্ঞা:
-
শিশু: আঠারো বছরের কম বয়সী সকল ব্যক্তি।
-
কিশোর-কিশোরী: ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিশু।
-
-
জাতীয় শিশুনীতি – ২০১১:
-
প্রবর্তন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ফেব্রুয়ারি ২০১১।
-
-
পরিধি:
-
নীতি বাংলাদেশের সকল শিশুর জন্য বৈষম্যহীনভাবে প্রযোজ্য।
-
-
মূলনীতি:
-
সংবিধান, শিশু আইন এবং আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ।
-
শিশু দারিদ্র বিমোচন।
-
শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
শিশুর সার্বিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ।
-
0
Updated: 1 month ago
How many countries are currently members of QUAD? (August, 2025)
Created: 1 month ago
A
3
B
4
C
5
D
6
QUAD বা Quadrilateral Security Dialogue হলো একটি কূটনৈতিক জোট, যা অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গঠিত। এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
-
প্রতিষ্ঠিত: ২০০৭
-
সদস্য দেশ (আগস্ট ২০২৫):
-
যুক্তরাষ্ট্র
-
অস্ট্রেলিয়া
-
ভারত
-
জাপান
-
-
কোয়াডের প্রাথমিক উদ্দেশ্য হলো উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
Which is the first six-lane bridge in Bangladesh?
Created: 1 month ago
A
Jamuna Bridge
B
Padma Bridge
C
Madhumati Bridge
D
None of the above
মধুমতী সেতু:
- নড়াইলে নির্মিত মধুমতী সেতু, এটা কালনা সেতু নামেও পরিচিত দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট সেতু।
- সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার।
- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।
- সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে।
- সেতু নির্মাণে মোট ব্যয় হয় ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
- এটি নড়াইল, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সংযুক্ত করছে এই সেতু।
0
Updated: 1 month ago