এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোনটি?
A
মালাক্কা
প্রণালী
B
বাব
এল-মান্দেব প্রণালী
C
বেরিং
প্রণালী
D
পক প্রণালী
উত্তরের বিবরণ
বাব এল-মান্দেব প্রণালী
-
অবস্থান: আরব উপদ্বীপ ও আফ্রিকা মহাদেশের (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী।
-
অর্থ: আরবি নাম “বাব আল-মান্দব” অর্থ “কান্নার দ্বার”।
-
সংযোগ: লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে।
-
গুরুত্ব: সুয়েজ খালের পর থেকে ভূমধ্যসাগর ও পূর্ব এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথের অংশ।
-
দূরত্ব ও প্রস্থ:
-
মোট দৈর্ঘ্য: প্রায় ১৪৮০ কিমি।
-
গড় প্রস্থ: প্রায় ৪৮০ কিমি।
-
-
বিভাজন:
-
প্রণালীটি পেরিম দ্বীপ দ্বারা দুই চ্যানেলে বিভক্ত:
-
পশ্চিম চ্যানেল: ২৬ কিমি প্রশস্ত।
-
পূর্ব চ্যানেল: ৩ কিমি প্রশস্ত।
-
-
-
ভূগোলগত গুরুত্ব: এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে এই প্রণালী।
-
অর্থনৈতিক গুরুত্ব: আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের অন্যতম কৌশলগত প্রণালী।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ বিষয়ক প্রটোকল?
Created: 3 weeks ago
A
কিয়েটো প্রটোকল
B
মন্ট্রিল প্রটোকল
C
বাসেল কনভেনশন
D
কার্টাগেনা প্রটোকল
মন্ট্রিল প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যার মূল উদ্দেশ্য হলো ওজোন স্তরকে ক্ষতিগ্রস্তকারী রাসায়নিক পদার্থের ব্যবহার সীমিত করা। এটি বৈশ্বিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
• গৃহীত হয়: ১৯৮৭ সালে।
• উদ্দেশ্য: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ, বিশেষ করে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) সীমিত করা।
• চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
• কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
• এই প্রটোকল বাস্তবায়নের ফলে CFC গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
অন্যদিকে, বৈশ্বিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি ও প্রটোকল হলো:
-
কিয়েটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধের লক্ষ্যে।
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত।
-
জৈব নিরাপত্তা সংক্রান্ত প্রটোকল: কার্টাগেনা প্রটোকল।
0
Updated: 3 weeks ago
Which day is celebrated internationally as ‘World Refugee Day’?
Created: 1 month ago
A
October 1
B
August 12
C
August 12
D
June 20
- বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) প্রতি বছর ২০ জুন তারিখে জাতিসংঘের উদ্যোগে পালিত হয়, বিশ্বজুড়ে শরণার্থীদের অধিকার, সুরক্ষা ও মানবিক সহায়তার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।
বিশ্ব শরণার্থী দিবস:
- ২০০১ সালের ২০ জুন প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়।
- ২০০০ সালের ডিসেম্বরের আগে দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
গুরত্বপূর্ণ কিছু দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন;
- আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর;
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর;
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর;
- আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর;
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল;
0
Updated: 1 month ago
Where is the antipodal point of Dhaka located?
Created: 3 weeks ago
A
Arctic Ocean
B
Indian Ocean
C
Pacific Ocean
D
Atlantic Ocean
পৃথিবীর প্রতিপাদ স্থান হল কোনো বিন্দুর ঠিক বিপরীত দিকে অবস্থিত স্থান, যা ভৌগোলিক অবস্থান ও সমান্তরাল রেখার মাধ্যমে নির্ধারণ করা হয়।
-
কোনো বিন্দুর প্রতিপাদ স্থান বলতে সেই বিন্দুর ঠিক বিপরীত দিকে অবস্থিত পৃথিবীর পৃষ্ঠের স্থানকে বোঝায়।
-
উদাহরণস্বরূপ, ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার চিলি অঞ্চলের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
-
প্রতিপাদ স্থান সম্পূর্ণভাবে একে অন্যের বিপরীতে অবস্থান করে।
-
প্রতিপাদ স্থান নির্ণয়ের পদ্ধতি: পৃথিবীর কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা বিপরীত দিকে টানা হলে, সেই রেখা যেখানে পৃথিবীর পৃষ্ঠে মিলিত হয়, সেটি ওই বিন্দুর প্রতিপাদ স্থান।
-
প্রতিপাদ স্থানদ্বয়ের অক্ষাংশ একই, তবে এরা বিপরীত গোলার্ধে অবস্থিত।
-
এই দুই স্থান একই অক্ষাংশে থাকলেও তাদের দ্রাঘিমা ১৮০° পার্থক্যযুক্ত।
0
Updated: 3 weeks ago