A
ঠেলে নিয়ে যাওয়া যায়
B
টেনে নিয়ে যাওয়া যায়
C
তুলে নিয়ে যাওয়া যায়
D
সমান সহজ হয়
উত্তরের বিবরণ
প্রশ্ন: রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে-
সমাধান:
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।

0
Updated: 18 hours ago
নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
Created: 2 weeks ago
A
৭
B
৩৪৩
C
৭৭
D
৪৯
প্রশ্ন: নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবে = ক
এখন
৭/ক = ক/৩৪৩
বা, ক২ = ৭ × ৩৪৩
বা, ক২ = ২৪০১
বা, ক = √২৪০১
∴ ক = ৪৯

0
Updated: 2 weeks ago
‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
Created: 18 hours ago
A
B
C
D
প্রশ্ন: ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
সমাধান:


0
Updated: 18 hours ago
আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
Created: 1 week ago
A
৫ ফুট
B
৪ ফুট
C
৩ ফুট
D
২ ফুট
আপনি আয়নার সামনে ২ ফুট দূরে দাঁড়ালেন। সমতল আয়নার জন্য নিয়ম হলো:
যে দূরত্বে কোনো বস্তু আয়নার সামনে থাকে, তার প্রতিবিম্ব ঠিক ততদূরে আয়নার পিছনে গঠিত হয়।
অর্থাৎ, যদি আয়নার সামনে বস্তু থাকে দূরে, তবে আয়নার পেছনে তার প্রতিবিম্বও দূরে হবে।
-
এখানে, বস্তু বা আপনি আয়নার সামনে ২ ফুট দূরে আছেন।
-
তাই আয়নার পেছনে প্রতিবিম্বও ২ ফুট দূরে গঠিত হবে।
মোট দূরত্ব যা আমরা দেখতে পাই (বস্তু থেকে তার প্রতিবিম্ব পর্যন্ত):
তবে, যদি প্রশ্নে শুধুমাত্র আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব জানতে চাওয়া হয়, তাহলে সরাসরি উত্তর হবে ২ ফুট।
উৎস: Serway, Jewett, Physics for Scientists and Engineers, 10th Edition, Section on Plane Mirrors.

0
Updated: 1 week ago