কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
A
আয়ত্তাধীন, অহেরাত্রি, অদ্যপি
B
গড্ডালিকা, চিন্ময়, কল্যাণ
C
গৃহন্ত, গণনা, ইদানিং
D
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
সমাধান:
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি - শব্দগুচ্ছ বাংলা একাডেমি অভিধান অনুযায়ী শুদ্ধ।
0
Updated: 1 month ago
‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?
Created: 1 month ago
A
ঠ
B
ম
C
ন
D
র
প্রশ্ন: ‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?
সমাধাণ:
ক খ গ ঘ ঙ ⇒ ঙ হচ্ছে ক বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
চ ছ জ ঝ ঞ ⇒ ঞ হচ্ছে চ বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ণ হচ্ছে ট বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ত থ দ ধ ন ⇒ ন হচ্ছে ত বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর হবে 'ন'।
0
Updated: 1 month ago
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
Created: 2 months ago
A
ক এর মামা চ
B
ক এর খালু চ
C
চ এর নানা ক
D
ক এর চাচা চ
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
∴ গ, ক এর খালা।
ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী।
চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।
0
Updated: 2 months ago
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
Created: 1 month ago
A
'ধ'
B
'ন'
C
'প'
D
'ল'
প্রশ্ন: বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
সমাধান:
ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ
0
Updated: 1 month ago