
A

B

C

D

উত্তরের বিবরণ
প্রশ্ন:

সমাধান:
বৃত্তগুলোর প্রথমটিতে দুটি তীর এবং ২য়টিতে বাম পাশে এবং ৩য়টিতে ২য়টির বিপরীত তথা ডান পাশে তীর রয়েছে।
অনুরূপভাবে,
ত্রিভুজের প্রথমটিতে দুটি বৃত্ত এবং ২য়টিতে উপরে ১টি বৃত্ত আছে তাই ৩য়টিতে বিপরীত তথা নিচে একটি বৃত্ত থাকবে।
0
Updated: 1 month ago
নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
Created: 1 month ago
A
১০টি
B
১২টি
C
১৪টি
D
১৬টি
1টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে= AGE, EGC, GFC, BGF, DGB এবং ADG = 6টি
2টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে= AGC, BGC এবং ABG = 3টি
3টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে=AFC, BEC, BDC, ABF, ABE এবং DAC = 6টি
সব মিলিয়ে ত্রিভুজ আছে ABC= 1টি
মোট = (6 + 3 + 6 + 1) টি = 16 টি 

0
Updated: 1 month ago
প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন?
Created: 1 month ago
A
১৫
B
১৬
C
৭
D
৯
প্রশ্ন: প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন?
সমাধান:
১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AGE, EGC, GFC, BGF, DGB এবং ADG = ৬টি
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AGC, BGC, ABG = ৩টি
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AFC, BEC, BDC, ABF, ABE এবং DAC = ৬টি
সবগুলো ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ ABC = ১টি
∴ সর্বমোট ত্রিভুজের সংখ্যা = ৬ + ৩ + ৬ + ১ = ১৬ টি
0
Updated: 1 month ago
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
Created: 2 months ago
A
৬টি
B
৭টি
C
৮টি
D
১০টি
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:

চিত্র অনুসারে,
ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC।
সুতরাং মোট ত্রিভুজ ৮টি।
0
Updated: 2 months ago
