A
'ধ'
B
'ন'
C
'প'
D
'ল'
উত্তরের বিবরণ
প্রশ্ন: বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
সমাধান:
ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ

0
Updated: 18 hours ago
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
Created: 1 week ago
A
পূর্ব
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ
প্রশ্ন: ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
সমাধান:
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। অর্থাৎ আপনি পূর্ব দিকে মুখ করে ছিলেন।
কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন অর্থাৎ আপনি উত্তর দিকে মুখ ফিরালেন।
এরপর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ আবার পূর্ব দিকে আপনার মুখ ফিরালেন। তাই আপনার মুখ এখন পূর্বদিকে আছে।

0
Updated: 1 week ago
"RAPIS" অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
Created: 5 days ago
A
একটি মহাসাগর
B
একটি শহর
C
একটি দেশ
D
একটি প্রাণী
প্রশ্ন: "RAPIS" অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
সমাধান:
'RAPIS' অক্ষরগুলোকে নতুন করে সাজালে 'PARIS' পাওয়া যাবে যা ফ্রান্সের রাজধানী প্যারিস।
প্যারিস একটি শহর।

0
Updated: 5 days ago
আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
Created: 1 week ago
A
৫ ফুট
B
৪ ফুট
C
৩ ফুট
D
২ ফুট
আপনি আয়নার সামনে ২ ফুট দূরে দাঁড়ালেন। সমতল আয়নার জন্য নিয়ম হলো:
যে দূরত্বে কোনো বস্তু আয়নার সামনে থাকে, তার প্রতিবিম্ব ঠিক ততদূরে আয়নার পিছনে গঠিত হয়।
অর্থাৎ, যদি আয়নার সামনে বস্তু থাকে দূরে, তবে আয়নার পেছনে তার প্রতিবিম্বও দূরে হবে।
-
এখানে, বস্তু বা আপনি আয়নার সামনে ২ ফুট দূরে আছেন।
-
তাই আয়নার পেছনে প্রতিবিম্বও ২ ফুট দূরে গঠিত হবে।
মোট দূরত্ব যা আমরা দেখতে পাই (বস্তু থেকে তার প্রতিবিম্ব পর্যন্ত):
তবে, যদি প্রশ্নে শুধুমাত্র আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব জানতে চাওয়া হয়, তাহলে সরাসরি উত্তর হবে ২ ফুট।
উৎস: Serway, Jewett, Physics for Scientists and Engineers, 10th Edition, Section on Plane Mirrors.

0
Updated: 1 week ago