রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে-
A
ঠেলে নিয়ে যাওয়া যায়
B
টেনে নিয়ে যাওয়া যায়
C
তুলে নিয়ে যাওয়া যায়
D
সমান সহজ হয়
উত্তরের বিবরণ
প্রশ্ন: রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে-
সমাধান:
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।
0
Updated: 1 month ago
০.৪ × ০.০২ × ০.০৮ = ?
Created: 1 month ago
A
০.৬৪
B
০.০৬৪
C
.০০০৬৪
D
৬.৪০
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
সমাধান:
০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 months ago
A
L10
B
L15
C
K15
D
K8
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে,
A এর পর দ্বিতীয় বর্ণ = C; C এর পর দ্বিতীয় বর্ণ = E
সংখ্যাগুলো, 2 + 4 = 6
দ্বিতীয় সারিতে,
G এর পর দ্বিতীয় বর্ণ = I; I এর পর দ্বিতীয় বর্ণ = K
সংখ্যাগুলো, 3 + 5 = 8
তৃতীয় সারিতে,
M এর পর দ্বিতীয় বর্ণ = O; O এর পর দ্বিতীয় বর্ণ = Q
সংখ্যাগুলো, 5 + 9 = 14
0
Updated: 2 months ago
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
Created: 2 months ago
A
৯
B
১০
C
১১
D
১২
প্রশ্ন: আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সমাধান:
বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি, অর্থাৎ ৩টি দ্মপতি মিলে = ৩ × ২ = ৬ জন
মোট সন্তান = ২ দম্পতি × ২ জন করে সন্তান = ৪ জন
আমি নিজে = ১ জন
মোট লোকসংখ্যা = ৬ + ৪ + ১ = ১১ জন
0
Updated: 2 months ago