A
পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
B
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
C
এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
D
অন্য কোন কারণ আছে
উত্তরের বিবরণ
প্রশ্ন: ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
সমাধান:
- উত্তর ক হবে না কারণ, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে।
• পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গেলে সাধারণত আরও দ্রুত পৌঁছানো যায় কারণ এই দিকের যাত্রায় বিমানের সুবিধা হয় জেট স্ট্রিম নামক দ্রুত বায়ুপ্রবাহের, যা সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে চলে। এর ফলে, পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গেলে বিমানকে সহায়ক বাতাস মেলে, যা সময়কে কম করতে সাহায্য করে। অপরদিকে, পূর্ব থেকে পশ্চিমে উড়লে বাতাসের বিপরীত প্রবাহের কারণে সময় বেশি লাগতে পারে।
∴ সঠিক উত্তর ঘ) অন্য কোন কারণ আছে

0
Updated: 18 hours ago
সঠিক উত্তর কোনটি? ___ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
Created: 2 weeks ago
A
টীকাদান কর্মসূচি
B
সচেতনতা
C
পুষ্টিকর খাদ্য
D
অর্থ
প্রশ্ন: _____ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
সমাধান:
টীকাদান কর্মসূচি, ডাক্তার ও চিকিৎসা যতই থাক না কেন ‘সচেতনতা’ ছাড়া রোগ প্রতিরোধ অসম্ভব।

0
Updated: 2 weeks ago
০.৪ × ০.০২ × ০.০৮ = ?
Created: 1 week ago
A
০.৬৪
B
০.০৬৪
C
.০০০৬৪
D
৬.৪০
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
সমাধান:
০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪

0
Updated: 1 week ago
ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
Created: 2 weeks ago
A
১৫০°
B
৬০°
C
৯০°
D
১২০°
প্রশ্ন: ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= |- ৪৮০ /২ |
= |- ২৪০ |
= ২৪০°
∴ উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ২৪০°
= ১২০°

0
Updated: 2 weeks ago