‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
A

B

C

D

উত্তরের বিবরণ
প্রশ্ন: ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
সমাধান:

0
Updated: 1 month ago
প্রাণদ : জল : : মহীজ : ?
Created: 2 months ago
A
সম্বর
B
গ্রহ
C
নিঃসর্গ
D
অশ্ব
প্রশ্ন: প্রাণদ : জল : : মহীজ : ?
সমাধান:
প্রাণদ মানে প্রাণদানকারী; জলের অপর নাম জীবন।
অর্থ্যাৎ, জল একটি প্রাণদ উপাদান।
অন্যদিকে,
জ্যোতিষশাস্ত্রে বর্ণিত নবগ্রহের একটি গ্রহ মঙ্গল যার অপর নাম - কুজ, ভৌম, বক্র, ত্রুর, মহীজ প্রভৃতি।
অর্থ্যাৎ মহীজ/মহিসুত মানে মঙ্গলগ্রহ।
"মঙ্গল" হলেন পৃথিবী/ভূমি দেবীর পুত্র। তার দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান ও তার রয়েছে চতুর্বাহু ৷ তার সম্মানার্থে সপ্তাহের একটি দিন মঙ্গলবার হয়। তার গায়ের রং লাল এবং বাহন মেষ।
অর্থ্যাৎ 'মহীজ' শব্দটির সাথে এখানে যুক্তিসঙ্গত উত্তর - গ্রহ।
কেননা, মহীজ (মঙ্গল) নবগ্রহের একটি অংশ।
উল্লেখ্য, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু - এই নয়টি গ্রহকে একত্রে নবগ্রহ বলা হয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক ও বানান অভিধান এবং বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
৫-এর কত শতাংশ ৭ হবে-
Created: 1 month ago
A
৪০
B
১২৫
C
৯০
D
১৪০
প্রশ্ন: ৫-এর কত শতাংশ ৭ হবে-
সমধান:
ধরি,
৫ এর ক শতাংশ ৭ হবে।
প্রশ্নানুসারে,
৫ক/১০০ = ৭
⇒ ক = (৭ × ১০০)/৫
∴ ক = ১৪০
0
Updated: 1 month ago
১ + ৫ + ৯ + ..............+ ৮১ = ?
Created: 2 months ago
A
৯৬১
B
৮৬১
C
৭৬১
D
৬৬১
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ..............+ ৮১ = ?
সমাধান:
১ম পদ a = ১,
সাধারণ অন্তর d= ৯ - ৫ = ৪
∴ n-তম পদ = a + (n - 1)d = ৮১
বা, ১ + (n - ১)৪ = ৮১
বা, (n - ১)৪ =.৮০
বা, n - ১ = ২০
∴ n = ২১
∴ সমষ্টি (s) = (n/2){2a + (n - 1)d}
= (২১/২){২ × ১ + (২১ - ১)৪}
= (২১/২)(২ + ৮০)
= (২১/২)× ৮২
= ৮৬১
0
Updated: 2 months ago