বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
A
'ধ'
B
'ন'
C
'প'
D
'ল'
উত্তরের বিবরণ
প্রশ্ন: বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
সমাধান:
ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ
                                                                             
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
Created: 2 months ago
A
১৮
B
১৯
C
২০
D
২১
প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৯ + ১ = (৯ - ১) এবং (৯ + ১) = ৮১০,
২ + ১ = (২ - ১) এবং (২ + ১) = ১৩
এবং ৫ + ৪ = (৫ - ৪) এবং (৫ + ৪) = ১৯
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Telephone : Cable : : Radio:?
Created: 1 month ago
A
Microphone
B
Wireless
C
Electricity
D
Wire
প্রশ্ন: Telephone : Cable : : Radio :?
সমাধান:
Telephone সাধারণত তারযুক্ত (Cable) প্রযুক্তি ছিল।
Radio হলো তারবিহীন (Wireless) প্রযুক্তি।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
Created: 1 month ago
A
মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
B
চিকন হাতলের ড্রাইভারকে বেশি বার ঘুরাতে হবে
C
দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
D
কোনোটিই নয়
প্রশ্ন: একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে কাঠবোর্ডের ভেতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কী ঘটবে?
সহজ ব্যাখ্যা:
যে স্ক্রু-ড্রাইভারই ব্যবহার করা হোক না কেন, দুটো স্ক্রুকেই সমান সংখ্যকবার ঘোরাতে হবে। কারণ, স্ক্রু-ড্রাইভারের হাতল মোটা হোক বা চিকন, একবার ঘোরালে সেটি সম্পূর্ণ ৩৬০° ঘোরে, আর তার সাথে স্ক্রুটিও সমানভাবে ৩৬০° ঘুরে কাঠে প্রবেশ করে।
তবে পার্থক্য হলো—
- 
মোটা হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার ঘোরাতে কম বল (force) প্রয়োজন হবে, কারণ হাতল যত মোটা, ঘোরানোর জন্য লিভারের দূরত্ব তত বেশি হয়। 
- 
চিকন হাতলে সেই সুবিধা নেই, তাই তুলনামূলকভাবে বেশি বল প্রয়োগ করতে হয়। 
ফলাফল:
দুই স্ক্রুকেই সমান বার ঘোরাতে হবে, কিন্তু মোটা হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে কাজ করা তুলনামূলকভাবে সহজ হবে।
উৎস: পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র অনুযায়ী বলবিদ্যা (Mechanics) → "Moment of Force" বা "Torque" এর নীতি।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago