A
৭ বিলিয়ন
B
৭০০ মিলিয়ন
C
৭০ লক্ষ
D
৭০ মিলিয়ন
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৭ কোটি সমান কত?
সমাধান:
আমরা জানি,
১ কোটি = ১০০ লক্ষ
∴ ৭ কোটি = (৭ × ১০০) লক্ষ
= ৭০০ লক্ষ
আবার,
১০ লক্ষ = ১ মিলিয়ন
∴ ১ লক্ষ = ১/১০ মিলিয়ন
∴ ৭০০ লক্ষ = ৭০০/১০ মিলিয়ন
= ৭০ মিলিয়ন
সুতরাং, ৭ কোটি = ৭০০ লক্ষ = ৭০ মিলিয়ন।

0
Updated: 18 hours ago
বাস্তব সংখ্যায় |3x + 2| < 5 অসমতাটির সমাধান-
Created: 1 day ago
A
(- 7/3) < x < 1
B
x < (- 7/3) অথবা x > 1
C
(- 7/3) ≤ x ≤ 1
D
- 3 < x < 3
প্রশ্ন: বাস্তব সংখ্যায় |3x + 2| < 5 অসমতাটির সমাধান-
সমাধান:
|3x + 2| < 5
⇒ - 5 < 3x + 2 < 5
⇒ - 5 - 2 < 3x + 2 - 2 < 5 - 2
⇒ - 7 < 3x < 3
⇒ - 7/3 < 3x/3 < 3/3
⇒ - 7/3 < x < 1

0
Updated: 1 day ago
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
Created: 1 month ago
A
৮
B
১২
C
১৮
D
১৪০
প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৭৯ - ৬১
= ১৮

0
Updated: 1 month ago
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০। বড় সংখ্যা ছোট সংখ্যার ৫ গুণ হলে, ছোট সংখ্যাটি কত?
Created: 2 weeks ago
A
১৫
B
৬
C
৫
D
১২
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০। বড় সংখ্যা ছোট সংখ্যার ৫ গুণ হলে, ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
ছোট সংখ্যা = ক এবং বড় সংখ্যা = ৫ক
দেওয়া আছে,
গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০
প্রশ্নমতে,
ক × ৫ক = ১২ × ৬০
⇒ ৫ক২ = ৭২০
⇒ ক২ = ১৪৪ = ১২২
∴ ক = ১২
সুতরাং, ছোট সংখ্যা = ১২

0
Updated: 2 weeks ago