ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
A
পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
B
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
C
এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
D
অন্য কোন কারণ আছে
উত্তরের বিবরণ
প্রশ্ন: ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
সমাধান:
- উত্তর ক হবে না কারণ, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে।
• পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গেলে সাধারণত আরও দ্রুত পৌঁছানো যায় কারণ এই দিকের যাত্রায় বিমানের সুবিধা হয় জেট স্ট্রিম নামক দ্রুত বায়ুপ্রবাহের, যা সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে চলে। এর ফলে, পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গেলে বিমানকে সহায়ক বাতাস মেলে, যা সময়কে কম করতে সাহায্য করে। অপরদিকে, পূর্ব থেকে পশ্চিমে উড়লে বাতাসের বিপরীত প্রবাহের কারণে সময় বেশি লাগতে পারে।
∴ সঠিক উত্তর ঘ) অন্য কোন কারণ আছে
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 months ago
A
36
B
32
C
31
D
40
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নিচের সারির ১ম সংখ্যা + দুই সংখ্যার পার্থক্য = উপরের সংখ্যা।
১ম চিত্রে, 30 + (30 - 15) = 45
দ্বিতীয় চিত্রে, 25 + (25 - 19) = 31
তৃতীয় চিত্রে, 28 + (28 - 21) = 35
0
Updated: 2 months ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 months ago
A
L10
B
L15
C
K15
D
K8
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে,
A এর পর দ্বিতীয় বর্ণ = C; C এর পর দ্বিতীয় বর্ণ = E
সংখ্যাগুলো, 2 + 4 = 6
দ্বিতীয় সারিতে,
G এর পর দ্বিতীয় বর্ণ = I; I এর পর দ্বিতীয় বর্ণ = K
সংখ্যাগুলো, 3 + 5 = 8
তৃতীয় সারিতে,
M এর পর দ্বিতীয় বর্ণ = O; O এর পর দ্বিতীয় বর্ণ = Q
সংখ্যাগুলো, 5 + 9 = 14
0
Updated: 2 months ago
রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে-
Created: 1 month ago
A
ঠেলে নিয়ে যাওয়া যায়
B
টেনে নিয়ে যাওয়া যায়
C
তুলে নিয়ে যাওয়া যায়
D
সমান সহজ হয়
প্রশ্ন: রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে-
সমাধান:
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।
0
Updated: 1 month ago