A
দুর্দম
B
দুর্মর
C
দাহ্য
D
দুর্বিষহ
উত্তরের বিবরণ
'যা সহজে মরে না' এর এক কথায় প্রকাশ – দুর্মর
অন্যদিকে:
-
যা সহজে দমন করা যায় না – দুর্দম
-
যা সহজে পোড়ানো যায় – দাহ্য
-
যা সহ্য করা যায় না – দুর্বিষহ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 18 hours ago
‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
Created: 3 days ago
A
ত্বরিৎকর্মা
B
কর্মবীর
C
কর্মপটু
D
কর্মনিষ্ঠ
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ
নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা
জানার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিজ্ঞাসা
যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ = দেদীপ্যমান
পাখির ডাক এক কথায় প্রকাশ = কূজন
সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ = বরণ
হরিণের চামড়া এক কথায় প্রকাশ = অজিন
যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ = দুর্লভ বা দুষ্প্রাপ্য
অক্ষির সম্মুখে এক কথায় প্রকাশ = প্রত্যক্ষ
ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ = আনারকলি

0
Updated: 3 days ago
যা চিরস্থায়ী নয়-
Created: 3 months ago
A
অস্থায়ী
B
ক্ষণিক
C
ক্ষণস্থায়ী
D
নশ্বর
• 'যা চিরস্থায়ী নয়' — এক কথায় প্রকাশ: নশ্বর।
এছাড়াও,
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' — এক কথায় প্রকাশ: নশ্বর।
• আরও কিছু এক কথায় প্রকাশ:
-
'যার স্থায়ী ঠিকানা নেই' — উদ্বাস্তু।
-
'যে বাসস্থান থেকে বিতাড়িত হয়েছে' — উদ্বাস্তু।
-
'যার স্বভাবে নষ্ট হওয়া নেই' — অবিনশ্বর।
-
'যা কখনও নষ্ট হয় না' — অবিনশ্বর।
-
'যা অল্প সময়ের জন্য স্থায়ী' — ক্ষণস্থায়ী।
-
'যা স্থায়ীত্বহীন' — অস্থায়ী।
-
'যার নিজস্ব বাসস্থান নেই' — অনিকেত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
‘বীর সন্তান প্রসব করে যে নারী’ – এক কথায় তাকে কী বলে?
Created: 6 days ago
A
বীরপুত্র
B
রত্নগর্ভা
C
স্বর্ণমাতা
D
বীরপ্রসূ
‘বীর সন্তান প্রসব করে যে নারী’ – বীরপ্রসূ। যে নারীর হিংসা নেই = অনসূয়া। যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী। যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা। যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা। যে নারীর নতুন বিয়ে হয়েছে = নবোঢ়া। যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।

0
Updated: 6 days ago