A
√কৃ + তি
B
√কৃত্ + তি
C
√কৃষ্ + ই
D
√কৃষ্ + তি
উত্তরের বিবরণ
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:
তি (ক্তি) উদাহরণ:
-
√কৃ + তি = কৃতি
-
√কৃত্ + তি = কীর্তি
-
√কৃষ্ + তি = কৃষ্টি
-
√দৃশ্ + তি = দৃষ্টি
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী।

0
Updated: 18 hours ago
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Created: 1 month ago
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
Created: 2 weeks ago
A
প্রলয়
B
খণ্ডিত
C
নিঃশ্বাস
D
অনুপম
• বিশেষ নিয়মে ‘ক্ত’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ:
ক্ত- প্রত্যয় যুক্ত হলে নিন্মলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’-কার হয়।
যেমন:
• √পঠ + ক্ত; √পঠ +ই + ত্ = পঠিত।
এরূপ-
• √ক্ষুধ্ + ত = ক্ষুধিত।
• √খণ্ড্ + ত্ = খণ্ডিত।
• √ব্যাথ্ + ত্ = ব্যথিত।
• √শিক্ষ্ + ত = শিক্ষিত।
অন্যদিকে,
• ‘প্রলয়’ শব্দটি তৎসম উপসর্গ ‘প্র’ যোগে গঠিত।
• বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ- নিঃ + শ্বাস = নিঃশ্বাস।
• তৎসম উপসর্গ ‘অনু’ যোগে গঠিত শব্দ অনুপম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 weeks ago
‘নয়ন’- শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
Created: 3 weeks ago
A
নী + অন
B
নে + অন
C
নৌ + অন
D
নয় + ন
'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় - নী + অন। এরুপ - অন প্রত্যয়ে গঠিত শব্দ - গমন (গম + অন), শয়ন (শী + অন), চরণ (চর + অন)।

0
Updated: 3 weeks ago