সন্ধির নিয়ম:
-
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
উদাহরণ:
-
শে + অন = শয়ন
-
নৈ + অক = নায়ক
-
গৈ + অক = গায়ক
-
পো + অন = পবন
-
লো + অন = লবণ
-
পো + ইত্র = পবিত্র
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)