৭ কোটি সমান কত?
A
৭ বিলিয়ন
B
৭০০ মিলিয়ন
C
৭০ লক্ষ
D
৭০ মিলিয়ন
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৭ কোটি সমান কত?
সমাধান:
আমরা জানি,
১ কোটি = ১০০ লক্ষ
∴ ৭ কোটি = (৭ × ১০০) লক্ষ
= ৭০০ লক্ষ
আবার,
১০ লক্ষ = ১ মিলিয়ন
∴ ১ লক্ষ = ১/১০ মিলিয়ন
∴ ৭০০ লক্ষ = ৭০০/১০ মিলিয়ন
= ৭০ মিলিয়ন
সুতরাং, ৭ কোটি = ৭০০ লক্ষ = ৭০ মিলিয়ন।
0
Updated: 1 month ago
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
Created: 3 months ago
A
৮
B
১২
C
১৮
D
১৪০
প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৭৯ - ৬১
= ১৮
0
Updated: 3 months ago
৭টি সংখ্যার গড় ৫০, এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২১ হলে সমষ্টিগতভাবে ১০ টি সংখ্যার গড় কত?
Created: 1 month ago
A
৪৪.৩
B
৪২.৫
C
৪০
D
৪১.৩
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ৫০, এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২১ হলে সমষ্টিগতভাবে ১০ টি সংখ্যার গড় কত?
সমাধান:
৭টি সংখ্যার গড় ৫০।
৭ টি সংখ্যার সমষ্টি = ৭ × ৫০
= ৩৫০
তিনটি সংখ্যার গড় ২১
তিনটি সংখ্যার সমষ্টি = ২১ × ৩
= ৬৩
দশটি সংখ্যার সমষ্টি = ৩৫০ + ৬৩
= ৪১৩
∴ ১০টি সংখ্যার গড় = ৪১৩/১০
= ৪১.৩
0
Updated: 1 month ago
কোন সংখ্যা হ্রাস পেলে ৩/৮ হবে?
Created: 6 days ago
A
২৫/৪২
B
৫/৪২
C
২৫/২৪
D
১৫/৪২
0
Updated: 6 days ago