'যা সহজে মরে না' এর এক কথায় প্রকাশ -
A
দুর্দম
B
দুর্মর
C
দাহ্য
D
দুর্বিষহ
উত্তরের বিবরণ
'যা সহজে মরে না' এর এক কথায় প্রকাশ – দুর্মর
অন্যদিকে:
-
যা সহজে দমন করা যায় না – দুর্দম
-
যা সহজে পোড়ানো যায় – দাহ্য
-
যা সহ্য করা যায় না – দুর্বিষহ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 1 month ago
'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ কী?
Created: 1 month ago
A
কম্পিত
B
কম্পন
C
আধুত
D
স্পন্দিত
ইষৎ” এর এক কথায় প্রকাশ
-
ইষৎ কম্পিত → আধুত
-
ইষৎ রক্তবর্ণ → আরক্ত
-
ইষৎ উষ্ণ → কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ → নীলাভ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ -
Created: 1 month ago
A
নীয়মান
B
দূরপনেয়
C
অনুভূয়মান
D
অনপনেয়
নিচে প্রদত্ত শব্দগুলোর অর্থ整理 করা হলো।
-
যা বহন করা যাচ্ছে – নীয়মান
-
যা অপনয়ন করা যায় না – অনপনেয়
-
যা অনুভব করা হচ্ছে – অনুভূয়মান
-
যা অপনয়ন করা কষ্টকর – দূরপনেয়
0
Updated: 1 month ago
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ -
Created: 3 weeks ago
A
ক্রন্দসী
B
খেচর
C
সুরম্য
D
আরোহী
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ হলো আকাশচারী বা খেচর। এই শব্দ দ্বারা সেই সমস্ত প্রাণী বা বস্তুকে বোঝানো হয়, যারা আকাশে বিচরণ করে বা উড়তে সক্ষম।
অন্যদিকে—
-
আরোহণ করে যে — আরোহী
-
অতিশয় রমণীয় — সুরম্য
-
আকাশ ও পৃথিবী — ক্রন্দসী
0
Updated: 3 weeks ago