A
Poetry
B
Novels
C
Autobiography
D
Plays
উত্তরের বিবরণ
William Shakespeare: A Literary Legend
-
উইলিয়াম শেক্সপিয়ার তাঁর নাটকের জন্য সর্বাধিক পরিচিত।
-
তিনি একজন ইংরেজ নাট্যকার ছিলেন, যিনি জন্মগ্রহণ করেন ২৩ এপ্রিল, ১৫৬৪ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন একই দিনে, ২৩ এপ্রিল, ১৬১৬ খ্রিস্টাব্দে।
-
তাঁর জন্মস্থান ছিল স্ট্রাটফোর্ড-আপন-এভন।
-
সময়কাল ১৫৯০ থেকে ১৬১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত "Shakespearean Period" নামে পরিচিত।
-
শেক্সপিয়ারকে "The Bard of Avon", "National Poet of England" এবং "The Great Dramatist of All Time" হিসেবে সম্বোধন করা হয়।
-
ড. স্যামুয়েল জনসন তাঁকে Poet of Human Nature আখ্যা দিয়েছেন।
-
তাঁর সাহিত্য জীবনে তিনি ১৫৪টি সনেট এবং ৩৭টি নাটক রচনা করেন।
-
তাঁর সাহিত্যকর্মগুলোর মধ্যে নাটকসমূহ সবচেয়ে বেশি পঠিত ও পরিচিত।
-
এই নাটকগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত—Tragedy এবং Comedy।
গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মসমূহ
◼ Tragedy (বিষাদনাট্য):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet
◼ Comedy (প্রহসনধর্মী নাটক):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love's Labour's Lost
-
The Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All's Well That Ends Well
-
A Midsummer Night's Dream
-
The Merry Wives of Windsor
-
The Two Gentlemen of Verona
◼ Tragi-comedy (দ্বৈত স্বভাবের নাটক):
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
◼ Historical Plays (ঐতিহাসিক নাটক):
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV Part I & II
-
Henry V
-
Henry VI Part I, II & III
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III
উল্লেখযোগ্য কবিতা:
-
Sonnet 18: Shall I Compare Thee to a Summer’s Day?
-
The Rape of Lucrece (দীর্ঘ বর্ণনামূলক কবিতা)
-
Venus and Adonis (দীর্ঘ বর্ণনামূলক কবিতা)
-
A Lover’s Complaint
-
The Phoenix and the Turtle
সূত্র: Britannica, Live MCQ Lecture, এবং An ABC of English Literature — ড. এম মফিজার রহমান।

0
Updated: 2 months ago
Who wrote the plays, 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'?
Created: 5 days ago
A
Ben Johnson
B
Christopher Marlowe
C
John Dryden
D
William Shakespeare
William Shakespeare wrote the plays, 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'.
• 'The Tempest' by William Shakespeare is a Comedy play/ drama.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- The Tempest হচ্ছে William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.
• এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.
• Main Characters:
- Prospero (Duke),
- Miranda(Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।
• Some quotations from The Tempest:
- “Hell is empty and all the devils are here.”
- “We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
- “This thing of darkness, I Acknowledge mine.”
- “Thought is free.”
- “O, brave new world, that has such people in't!”
- “Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
- “Misery acquaints a man with strange bedfellows.”
--------------------
• A Midsummer Night’s Dream:
- এটি William Shakespeare রচিত একটি comedy.
- 5 acts বিশিষ্ট এই comedy টি ১৫৯৫-৯৬ সালের দিকে লেখা এবং ১৬০০ সালে প্রকাশিত হয়।
- A Midsummer Night’s Dream, with its multilayered examination of love and its vagaries, has long been one of the most popular of Shakespeare’s plays.
- The play is set in Athens, and consists of several subplots that revolve around the marriage of Theseus and Hippolyta. One subplot involves a conflict between four Athenian lovers.
- Another follows a group of six amateur actors rehearsing the play which they are to perform before the wedding.
• Characters:
- Hermia,
- Oberon,
- Puck,
- Titania,
- Lysander,
- Hippolyta,
- Helena,
- Nick Bottom,
- Egeus,
- Demetrius,
- Philostrate,
- Francis Flute,
- Falstaff,
- Theseus, etc.
• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.
Source: Britannica.

0
Updated: 5 days ago
Who wrote The Tempest?
Created: 12 hours ago
A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton

0
Updated: 12 hours ago
Shakespeare composed much of his plays in what sort of verse?
Created: 2 days ago
A
Alliterative verse
B
Sonnet form
C
lambic pentameter
D
Daetylic Haxameter
Shakespeare composed much of his plays in Iambic pentameter.
Iambic Pentameter
- A rhythmic Pattern. Pentameter means a group or unit of five people or five things.
• William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- William Shakespeare composed much of his plays in the form of poetry. Often in a meter called iambic Pentameter.
Source: Encyclopedia Britannica and Live MCQ Lecture.

0
Updated: 2 days ago