'ওষ্ঠাধর' - বলতে কী বোঝায়?
A
ওষধি থেকে উৎপন্ন
B
ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে
C
ওষ্ঠ ও অধর
D
ওষ্ঠের দ্বারা উচ্চারিত
উত্তরের বিবরণ
'ওষ্ঠ ও অধর' এক কথায়: ওষ্ঠাধর
অন্য উদাহরণ:
-
ওষ্ঠের দ্বারা উচ্চারিত: ঔষ্ঠ্য
-
ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে: তুলাদণ্ড
-
ওষধি থেকে উৎপন্ন: ঔষধ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
‘যা আহুত (ডাকা) হয়নি’ এক কথায় প্রকাশ —
Created: 1 month ago
A
অনুক্ত
B
অনাহত
C
অশ্রুতপূর্ব
D
অনাহুত
‘যা আহুত (ডাকা) হয়নি’ এক কথায় প্রকাশ হয় অনাহুত।
অন্যান্য সংক্ষিপ্ত রূপ:
-
‘যা বলা হয়নি এমন’ = অনুক্ত
-
‘যা আঘাত পায়নি’ = অনাহত
-
‘যা পূর্বে শোনা যায়নি এমন’ = অশ্রুতপূর্ব
0
Updated: 1 month ago
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
Created: 3 months ago
A
ক্লান্তিহীন
B
অক্লান্ত
C
অক্লান্ত কর্মী
D
অবিশ্রাম
বাংলা ভাষায় কিছু বহুবাক্য অর্থ এক কথায় প্রকাশ করা সম্ভব। যেমন:
-
‘যিনি নিরবিচারে কর্ম করে যান, ক্লান্তি তাঁকে স্পর্শ করে না’ — এমন ব্যক্তিকে বলা হয় ‘অক্লান্ত কর্মী’।
-
‘যার মধ্যে ক্লান্তির কোনো চিহ্ন নেই’ — এমন কাউকে বোঝাতে ব্যবহার করা যায় ‘ক্লান্তিহীন’ শব্দটি।
-
আবার, ‘ক্লান্তি বা বিরতি ছাড়াই অগ্রসর হওয়া’ — এই ভাবনাটিকে এক কথায় প্রকাশ করা যায় ‘অক্লান্ত’ অথবা ‘অবিশ্রাম’ শব্দ দিয়ে।
তথ্যসূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে?
Created: 2 months ago
A
অবিনশ্বর
B
নশ্বর
C
নষ্ট স্বভাব
D
বিনষ্ট
নষ্ট হয় যা - নশ্বর । নষ্ট হয় না যা - অবিনশ্বর।
0
Updated: 2 months ago