উপপদ তৎপুরুষ সমাস
-
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সেই পদকে উপপদ বলা হয়। কৃৎ-প্রত্যয়ের সঙ্গে উপপদের যে সমাস গঠিত হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়।
উদাহরণ:
-
জলে চরে যা → জলচর
-
জল দেয় যে → জলদ
-
বর্ণ চুরি করে যে → বর্ণচোরা
-
পঙ্কে জন্মে যা → পঙ্কজ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)