দ্বিগু সমাস:
-
সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
-
দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন:
-
পাঁচ সেরের সমাহার = পঁসুরি
-
তিন মাথার সমাহার = তেমাথা
-
শত অব্দের সমাহার = শতাব্দী
-
পঞ্চবটের সমাহার = পঞ্চবটী
-
ত্রি (তিন) পদের সমাহার = ত্রিপদী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।