A
হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছ।
B
এ কথা প্রমাণিত হয়েছে।
C
তারা বাড়ি যাচ্ছে।
D
অতিশয় দুঃখিত হলাম।
উত্তরের বিবরণ
অশুদ্ধ বাক্য: অতিশয় দুঃখিত হলাম
শুদ্ধ বাক্য: অত্যন্ত দুঃখিত হলাম
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 18 hours ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 week ago
A
আমি সন্তোষ হলাম
B
আমি সন্তুষ্ট হলাম
C
আমি সন্তোষ্ট হইলাম
D
আমি সন্তূষ্ট হলাম
'আমি সন্তুষ্ট হলাম' বাক্যটি শুদ্ধ। আমি সন্তোষ হলাম, আমি সন্তোষ্ট হইলাম বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 1 week ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 week ago
A
সূর্য উদয় হয়েছে?
B
তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
C
যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
D
বিধি লঙ্ঘন হয়েছে
যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি - বাক্যটির সঠিক।
সূর্য উদয় হয়েছে? তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি বিধি লঙ্গন হয়েছে উক্ত বাক্যগুলো ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 1 week ago
দন্তমূলীয় ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
Created: 2 weeks ago
A
ন, র, ল, স
B
ত, থ, দ, ধ
C
চ, ছ, জ, ঝ
D
প, ফ, ব, ভ
ব্যঞ্জনধ্বনির উচ্চারণস্থানভেদে শ্রেণিবিন্যাস
১. দন্তমূলীয় ব্যঞ্জন
-
সংজ্ঞা: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দাঁতের গোড়ার সঙ্গে (দন্তমূল) ঠেকে বায়ুপথে বাধা সৃষ্টি করে।
-
ধ্বনি: ন, র, ল, স
-
উদাহরণ শব্দ: নানা, রাত, লাল, সালাম
২. তালব্য ব্যঞ্জন
-
সংজ্ঞা: উচ্চারণকালে জিভের আগা তালুর সঙ্গে ঠেকে।
-
ধ্বনি: চ, ছ, জ, ঝ, শ
-
উদাহরণ শব্দ: চাকা, ছাতা, জীবন, ঝড়, শাপলা
৩. ওষ্ঠ্য ব্যঞ্জন
-
সংজ্ঞা: উচ্চারণকালে উপরের ও নিচের ঠোঁট একত্রিত হয়ে বায়ুপথে বাধা দেয়।
-
ধ্বনি: প, ফ, ব, ভ, ম
-
উদাহরণ শব্দ: পাতা, ফুল, বল, ভাত, মাটি
৪. দন্ত্য ব্যঞ্জন
-
সংজ্ঞা: উচ্চারণকালে জিভের আগা দাঁতের সঙ্গে ঠেকে।
-
ধ্বনি: ত, থ, দ, ধ
-
উদাহরণ শব্দ: তার, থালা, দুধ, ধান

0
Updated: 2 weeks ago