বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ -
A
নজরানা
B
ঘুষখোর
C
গোলক
D
মুদিখানা
উত্তরের বিবরণ
বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে শব্দ গঠন:
অক:
-
ঢোল + অক = ঢোলক
-
নোল + অক = নোলক
-
গোল + অক = গোলক
বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে শব্দ গঠন:
-
নজর + আনা = নজরানা
-
ঘুষ + খোর = ঘুষখোর
-
মুদি + খানা = মুদিখানা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি
0
Updated: 1 month ago
তদ্ধিত প্রত্যয় কত প্রকার?
Created: 1 month ago
A
২ প্রকার
B
৩ প্রকার
C
৪ প্রকার
D
৫ প্রকার
তদ্ধিত প্রত্যয়
তদ্ধিত প্রত্যয় তিন প্রকারের হয়ে থাকে। এগুলো হলো—
ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
খ. বাংলা তদ্ধিত প্রত্যয়
গ. বিদেশি তদ্ধিত প্রত্যয়
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলা হয়।
উদাহরণ: মনু + ষ্ণ → মানব, লোক + ষ্ণিক → লৌকিক
বাংলা তদ্ধিত প্রত্যয়
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে অন্য সব প্রত্যয়কে বাংলা তদ্ধিত প্রত্যয় বলা হয়।
উদাহরণ: বাঘ + আ → বাঘা, ঘর + আমি → ঘরামি
বিদেশি তদ্ধিত প্রত্যয়
শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে, তাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
উদাহরণ: ডাক্তার + খানা → ডাক্তারখানা, ধড়ি + বাজ → ধড়িবাজ
0
Updated: 1 month ago
বাংলা তদ্ধিত প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
ডাক্তার + খানা = ডাক্তারখানা
B
ধড়ি + বাজ = ধড়িবাজ
C
ঘর + আমি = ঘরামি
D
ক + খ
বাংলা তদ্ধিত প্রত্যয়:
-
সংজ্ঞা: বাংলা ভাষায় ব্যবহৃত, সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত বাকি প্রত্যয়গুলোকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলা হয়।
উদাহরণ:
-
বাঘ + আ = বাঘা
-
ঘর + আমি = ঘরামি
বিদেশি তদ্ধিত প্রত্যয়:
-
সংজ্ঞা: শব্দের শেষে বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে, তাকে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলা হয়।
উদাহরণ:
-
ডাক্তার + খানা = ডাক্তারখানা
-
ধড়ি + বাজ = ধড়িবাজ
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
0
Updated: 1 month ago
'কণ্টক + ইত = কণ্টকিত' কোন প্রত্যয়?
Created: 1 month ago
A
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
B
বাংলা তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত কৃৎ প্রত্যয়
D
বাংলা কৃৎ প্রত্যয়
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
-
প্রধান তদ্ধিত প্রত্যয়: ষ্ণ, ফি, ফ্য, ফিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন্, র, ল প্রভৃতি।
-
এই প্রত্যয় যোগে গঠিত শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
ইত-প্রত্যয় (উপকরণজাত বিশেষণ গঠনে)
-
কুসুম + ইত = কুসুমিত
-
তরঙ্গ + ইত = তরঙ্গিত
-
কণ্টক + ইত = কণ্টকিত
-
-
ইমন্-প্রত্যয় (বিশেষ্য গঠনে)
-
নীল + ইমন = নীলিমা
-
মহৎ + ইমন = মহিমা
-
-
ইল্-প্রত্যয় (উপকরণজাত বিশেষণ গঠনে)
-
পঙ্ক + ইল্ = পঙ্কিল
-
ঊর্মি + ইল = ঊর্মিল
-
ফেন + ইল্ = ফেনিল
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)
0
Updated: 1 month ago