'বসন আগলা যার' এর এক কথায় প্রকাশ -
A
অবিসংবাদিত
B
অসংবৃত
C
বিবমিষা
D
অবৈতনিক
উত্তরের বিবরণ
ChatGPT said:
0
Updated: 1 month ago
'যা পূর্বে ছিল এখন নেই এমন' এর এক কথায় প্রকাশ -
Created: 3 weeks ago
A
ভূতপূর্ব
B
অশ্রুতপূর্ব
C
অদৃষ্টপূর্ব
D
অদৃষ্টপূর্ব
‘যা পূর্বে ছিল এখন নেই এমন’ এর এক কথায় প্রকাশ হলো ভূতপূর্ব। এটি এমন কোনো ঘটনা বা অবস্থা নির্দেশ করে যা অতীতে ঘটেছিল কিন্তু বর্তমানে নেই।
অন্যদিকে—
-
যে বন হিংস্র জন্তুরে পরিপূর্ণ — শ্বাপদসংকুল
-
যা পূর্বে শোনা যায়নি এমন — অশ্রুতপূর্ব
-
যা পূর্বে দেখা যায়নি এমন — অদৃষ্টপূর্ব
0
Updated: 3 weeks ago
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ কী হবে?
Created: 2 months ago
A
পূর্বাহ্ণ
B
অপরাহ্ণ
C
মধ্যাহ্ন
D
অহহ্ণা
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ = অপরাহ্ণ।
অন্যদিকে,
- ”অহনের পূর্বাংশ” একথায় প্রকাশ = পূর্বাহ্ণ।
- ”অহনের মধ্য অংশ” একথায় প্রকাশ = মধ্যাহ্ন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago
নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে?
Created: 2 months ago
A
অবিনশ্বর
B
নশ্বর
C
নষ্ট স্বভাব
D
বিনষ্ট
নষ্ট হয় যা - নশ্বর । নষ্ট হয় না যা - অবিনশ্বর।
0
Updated: 2 months ago