কোনটি অনন্বয়ী অব্যয়?
A
তাই
B
কিংবা
C
নিশ্চয়ই
D
অধিকন্তু
উত্তরের বিবরণ
অনন্বয়ী অব্যয়
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্পর্ক না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।
যেমন:
মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ – উচ্ছ্বাস প্রকাশে।
নিশ্চয়ই পারব।
আমি আজ আলবত যাব।
অন্যদিকে, সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ: কিংবা, অধিকন্তু, এবং, তাই।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)
0
Updated: 1 month ago
বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই -
Created: 1 month ago
A
আসক্তি
B
যোগ্যতা
C
আসত্তি
D
আকাঙ্ক্ষা
আসত্তি
মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি।
যেমন:
কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত।
লেখা হওয়াতে পদ সন্নিবেশ ঠিকভাবে না হওয়ায় শব্দগুলোর অন্তর্নিহিত ভাবটি যথাযথ প্রকাশিত হয়নি।
তাই এটি একটি বাক্য হয়নি।
মনোভাব পূর্ণভাবে প্রকাশ করার জন্য পদগুলোকে যথাস্থানে সন্নিবিষ্ট করতে হবে।
যেমন:
কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে।
বাক্যটি আসত্তি সম্পন্ন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago
'এ যে আমাদের চেনা লোক'- বাক্যে 'চেনা' কোন পদ?
Created: 2 months ago
A
বিশেষ্য
B
অব্যয়
C
ক্রিয়া
D
বিশেষণ
‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে ‘চেনা’ - বিশেষণ পদ।
বিশেষণ পদ
যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে।
যেমন:
- দুষ্টু ছেলেটি দৌড়ে পালালো।
- অভিজ্ঞ উনিই ব্যাপারটা বুঝবেন।
[বাক্যে দুষ্টু ও অভিজ্ঞ বিশেসণ পদ]
- ‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে বিশেষ্য 'লােক' শব্দটির অবস্থা বর্ণনা করেছে 'চেনা' শব্দটি। তাই 'চেনা' শব্দটি বিশেষণ।
- এছাড়াও, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘চেনা’ বিশেষণ পদ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago