A
মহ + ঋষি
B
মহাঃ + ঋষি
C
মহা + ঋষি
D
মহঃ + ঋষি
উত্তরের বিবরণ
সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
মহা + ঋষি = মহর্ষি
শীত + ঋত = শীতার্ত
জন + এক = জনৈক
বন + ওষধি = বনৌষধি
প্রতি + এক = প্রত্যেক
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 19 hours ago
'সন্ধি' ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
Created: 2 weeks ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি প্রকাশ পায় বর্ণের মাধ্যমে। তাই বর্ণমালা সম্পর্কিত আলোচনা ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্ব মূলত আলোচনা করে বাগ্যন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য এবং ধ্বনিদল নিয়ে।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ
১. ধ্বনি
২. বর্ণ
৩. ধ্বনির উচ্চারণ প্রণালি
৪. উচ্চারণের স্থান
৫. ধ্বনি পরিবর্তন ও লোপ
৬. ষ-ত্ব বিধান
৭. ণ-ত্ব বিধান
৮. সন্ধি

0
Updated: 2 weeks ago
পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 day ago
A
পরী + ইক্ষা
B
পরি + ঈক্ষা
C
পারী +ঈক্ষা
D
পরি + ইক্ষা
পরি + ঈক্ষা = পরীক্ষা। অতি + ইত = + অতীত । ই + ঈ = ঈ; এরূপঃ গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্ৰ, শ্রীশ, ই ঈ পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিলীশ্বর, সতীন্দ্র ইত্যাদি।

0
Updated: 1 day ago
‘নীরোগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
নীঃ + রোগ
B
নিঃ + রোগ
C
নি + রোগ
D
নির + য়োগ
ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন - নিঃ + রোগ = নিরোগ, নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস।

0
Updated: 1 month ago