শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
A
হাইফেন
B
দাঁড়ি
C
ড্যাশ
D
কমা
উত্তরের বিবরণ
কমা (,)
কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন:
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
সুজন, দেখ তো কে এসেছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
বিরাম চিহ্নের প্রর্বতক কে?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
আব্দুল হাকিম
হাজার বছরের ঐতিহ্যে ভরপুর বাংলা ভাষা ও সাহিত্য কিন্তু বাংলা ভাষায় সুষ্ঠভাবে বিরাম চিহ্ন ব্যবহার শুরু হয়েছে দেড়শ দুইশ বছর আগে। মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের প্রথম নৈপুর্ণ দেখান। এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলেছেন।
0
Updated: 1 month ago
দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
ড্যাশ
B
কোলন
C
ত্রিবিন্দু
D
হাইফেন
বাক্যচিহ্নের ব্যবহার整理 করা হলো।
-
ড্যাশ (–)
-
ব্যবহার: দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে
-
উদাহরণ: বাংলাদেশ দল জয়লাভ করেছে – বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।
-
-
হাইফেন (-)
-
ব্যবহার: বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে
-
উদাহরণ:
-
মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব।
-
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই গড়ে উঠেছে এই ক্লাব।
-
-
-
কোলন (:)
-
ব্যবহার: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে
-
উদাহরণ: সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
-
-
ত্রিবিন্দু (...)
-
ব্যবহার: কোন অংশ বাদ দিতে চাইলে
-
উদাহরণ:
-
তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা ...।”
-
আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
-
-
0
Updated: 1 month ago
লেখার সময় বিশ্বামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
Created: 1 month ago
A
বিশ্রাম চিহ্ন
B
বিরাম চিহ্ন
C
বিভাজন চিহ্ন
D
সাংস্কৃতিক চিহ্ন
লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বিরাম চিহ্ন বলে। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব,
যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।
0
Updated: 1 month ago