একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
A
সেমিকোলন
B
কমা
C
কোলন
D
হাইফেন
উত্তরের বিবরণ
সেমিকোলন (;)
স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
যেমন:
সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ নয়।
তিনি পড়েছেন বিজ্ঞান; পেশা ব্যাংকার; আর নেশা সাহিত্যচর্চা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)
0
Updated: 1 month ago
বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
Created: 1 month ago
A
কমা
B
কোলন
C
হাইফেন
D
ড্যাস
সম্বোধনের পর কমা বসবে। যেমন: রশিদ, এদিকে এসো। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে।
0
Updated: 1 month ago
ঠিকানা লেখার সময় রাস্তার নামের পর কোন যতিচিহ্ন বসে?
Created: 1 month ago
A
ড্যাশ
B
কমা
C
কোলন
D
সেমিকোলন
কমা যতিচিহ্ন সামান্য বিরতি নির্দেশ করে। এটি পূর্ণযতি নয়, তাই কোনো বাক্য কমা দিয়ে শেষ হয় না। বাংলায় কমাকে পাদচ্ছেদ বলা হয়।
কমা (,) এর ব্যবহার:
-
বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসিয়ে বাক্যকে সুস্পষ্ট করা। উদাহরণ: সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
-
পরস্পর সম্পর্কিত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে লিখলে শেষ পদ ছাড়া প্রতিটির পরে কমা বসানো। উদাহরণ: ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
-
সম্বোধনের পরে কমা বসানো। উদাহরণ: রশিদ, এদিকে এসো।
-
জটিল বাক্যের প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসানো। উদাহরণ: যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
-
উদ্ধৃতি থাকলে উদ্ধৃতির আগে খণ্ডবাক্যের শেষে কমা ব্যবহার। উদাহরণ: আহমদ ছফা বলেন, 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।' তুমি বললে, 'আমি কালকে আবার আসবো।'
-
মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পরে কমা বসানো। উদাহরণ: ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
-
ঠিকানা লেখার সময় বাড়ি বা রাস্তার নামের পরে কমা বসানো। উদাহরণ: ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
-
ডিগ্রী বা পদবি লেখার সময় কমা ব্যবহার। উদাহরণ: ডক্টর মুহম্মদ এনামুল হক, এম, এ, পি-এইচ, ডি।
0
Updated: 1 month ago
কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
Created: 1 month ago
A
কমা
B
কোলন
C
সেমিকোলন
D
ত্রিবিন্দু
বাক্যের কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু … যতিচিহ্ন ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago