একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
A
সেমিকোলন
B
কমা
C
কোলন
D
হাইফেন
উত্তরের বিবরণ
সেমিকোলন (;)
স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
যেমন:
সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ নয়।
তিনি পড়েছেন বিজ্ঞান; পেশা ব্যাংকার; আর নেশা সাহিত্যচর্চা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
অন্ত্যযতি নয় কোনটি?
Created: 2 months ago
A
প্রশ্নচিহ্ন
B
কোলন-ড্যাশ
C
বিস্ময়চিহ্ন
D
বিস্ময়চিহ্ন
বাংলা যতি (Punctuation Marks)
১. অন্ত্যযতি (Terminal Punctuation)
- 
দাঁড়ি: । 
- 
প্রশ্নচিহ্ন: ? 
- 
বিস্ময়চিহ্ন: ! 
- 
দুই দাঁড়ি: ।। 
২. অভ্যন্তর যতি (Internal Punctuation)
- 
কমা: , 
- 
সেমিকোলন: ; 
- 
হাইফেন: - 
- 
ড্যাশ: _ 
- 
কোলন: : 
- 
কোলন-ড্যাশ: :- 
- 
বিন্দু: . 
৩. অন্যান্য যতি (Other Marks)
- 
ঊর্ধ্বকমা: ' 
- 
ত্রিবিন্দু: ... 
- 
উদ্ধৃতিচিহ্ন: '...'/"..." 
- 
বন্ধনীচিহ্ন: (({{-]})) 
- 
বিকল্পচিহ্ন: / 
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?
Created: 3 weeks ago
A
সেমিকোলন
B
কোলন
C
হাইফেন
D
কমা
সেমিকোলন-চিহ্ন ( ; ) হলো বাক্যের মধ্যে ব্যবহৃত একটি বিশেষ চিহ্ন, যা একাধিক বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করা হয় যখন মনোভাব বা ভাব প্রকাশের জন্য একটি বাক্য শেষ করে পরবর্তী সম্পর্কিত বাক্য শুরু করতে কমার চেয়ে বেশি বিরাম প্রয়োজন হয়।
ব্যবহারের মূল দিকগুলো—
- 
বাক্যান্তর্গত চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। 
- 
একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে সেগুলিকে আলাদা করতে সেমিকোলন বসানো হয়। 
- 
কমার থেকে বেশি বিরাম দিতে চাইলে সেমিকোলন ব্যবহার করা হয়। 
উদাহরণ:
- 
কোন বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
Created: 2 months ago
A
ডিসেম্বর ১৬, ১৯৭১
B
২৬ মার্চ, ১৯৯১
C
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
D
পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
বাক্যে 'কমা' বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর 'কমা' বসাতে হয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago