'মহর্ষি' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
মহ + ঋষি
B
মহাঃ + ঋষি
C
মহা + ঋষি
D
মহঃ + ঋষি
উত্তরের বিবরণ
সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
মহা + ঋষি = মহর্ষি
শীত + ঋত = শীতার্ত
জন + এক = জনৈক
বন + ওষধি = বনৌষধি
প্রতি + এক = প্রত্যেক
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 1 month ago
'দুস্তর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
দুসত্ + অর
B
দুঃ + তর
C
দু + তর
D
দুস্ + তর
বিসর্গ সন্ধি নিয়ম
নিয়ম: বিসর্গ ঃ এর পর বিভিন্ন ধরনের ব্যঞ্জন থাকলে বিসর্গের ধ্বনি পরিবর্তিত হয়।
-
তালব্য ব্যঞ্জনের আগে:
-
বিসর্গ স্থলে তালব্য শিশ ধ্বনি হয়।
-
উদাহরণ:
-
দুঃ + তর = দুস্তর
-
দুঃ + থ = দুস্থ
-
-
-
মূর্ধন্য ব্যঞ্জনের আগে:
-
বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়।
-
উদাহরণ:
-
নিঃ + চয় = নিশ্চয়
-
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
-
-
-
দন্ত্য ব্যঞ্জনের আগে:
-
বিসর্গ স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
-
উদাহরণ:
-
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
-
সূত্রগুলো:
-
ঃ + ত/থ → স + ত/থ
-
ঃ + চ/ছ → শ + চ/ছ
-
ঃ + ট/ঠ → ষ + ট/ঠ
এভাবে বিসর্গের ধ্বনি পরবর্তী ব্যঞ্জনের ধ্বনির ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।
0
Updated: 1 month ago
‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ব্য+অর্থ
B
বি+অর্থ
C
ব্যা+অর্থ
D
ব+অর্থ
“ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - বি + অর্থ। ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থযক্ত হয়ে শব্দটি গঠিত।
0
Updated: 1 month ago
'ভাবুক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ভাব + উক
B
ভৌ + উক
C
ভা + উক
D
ভো + উক
স্বরসন্ধির নিয়ম:
বাংলা ভাষায় এ, ঐ, ও, ঔ-কারের পরবর্তী স্বরধ্বনির প্রভাবে উচ্চারণে পরিবর্তন ঘটে। নিয়মটি হলো—
-
এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় হয়।
-
ও, ঔ স্থানে যথাক্রমে অব্, আব্ হয়।
উদাহরণ:
-
ঔ + উ = আব্ + উ → ভৌ + উক = ভাবুক
-
ও + ই = অব্ + ই → পো + ইত্র = পবিত্র
-
ঔ + অ = আব্ + অ → পৌ + অক = পাবক
-
ও + আ = অব্ + আ → গো + আদি = গবাদি
0
Updated: 1 month ago