A
Mouse
B
Microphone
C
Touch Screen
D
Printer
উত্তরের বিবরণ
ইনপুট, আউটপুট ও ইনপুট-আউটপুট ডিভাইস
টাচস্ক্রিন
টাচস্ক্রিন এমন একটি ডিভাইস যা একই সাথে ইনপুট এবং আউটপুট—দুটোর কাজই করে।
ইনপুট ডিভাইস
যে হার্ডওয়্যার বা যন্ত্রের মাধ্যমে কম্পিউটার বাইরের পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Light pen, Graphics Pad, Digital Camera ইত্যাদি।
আউটপুট ডিভাইস
কম্পিউটার প্রক্রিয়াজাত ফলাফল ব্যবহারকারীর সামনে উপস্থাপন করার জন্য যে হার্ডওয়্যার ব্যবহৃত হয় তাকে আউটপুট ডিভাইস বলে।
উদাহরণ:
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image Setter, Film Recorder, Headphone ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস
কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট ও আউটপুট—দুটো কাজই করতে সক্ষম।
উদাহরণ:
Pendrive, Modem, Touchscreen ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 19 hours ago
H.323 Protocol সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?
Created: 1 day ago
A
File transfer
B
VolP
C
Data Security
D
File download
VoIP এবং H.323 প্রোটোকল
-
VoIP-এর পূর্ণরূপ হলো Voice over Internet Protocol।
-
এটি একটি প্রযুক্তি যার মাধ্যমে ভয়েস বা অডিও সংকেতকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করা হয়।
-
VoIP সাধারণত অডিও এবং ভিডিও কল করার জন্য ব্যবহৃত হয়।
-
VoIP ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন কল করা যায়।
-
VoIP-কে কখনও কখনও IP telephonyও বলা হয়, কারণ এটি ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস যোগাযোগ পরিচালনা করে।
-
H.323 প্রোটোকল সাধারণত VoIP যোগাযোগে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে, VoIP হলো একটি যোগাযোগ প্রযুক্তি যা ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে ভয়েস ট্রাফিক বহন করে।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 day ago
কোনটি আউটপুট ডিভাইস নয়?
Created: 15 hours ago
A
প্লটার
B
স্পিকার
C
স্ক্যানার
D
প্রিন্টার
স্ক্যানার – আউটপুট ডিভাইস নয়
আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলা হয়।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
ইনপুট ডিভাইস:
যে যন্ত্র ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ বা তথ্য প্রদান করি, তা ইনপুট ডিভাইস।
উদাহরণ:
-
কি-বোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ওএমআর (OMR)
-
ওসিআর (OCR)
-
ট্যাকবল (Trackball)
-
স্ক্যানার (Scanner)
-
জয়স্টিক (Joystick)
-
ডিজিটাইজার (Digitizer)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
লাইটপেন (Lightpen)
-
বার কোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
ইনপুট-আউটপুট ডিভাইস:
কিছু ডিভাইস আছে যা ইনপুট এবং আউটপুট উভয়েই ব্যবহার করা যায়।
-
হার্ডডিস্ক
-
সিডি/ডিভিডি
-
পেনড্রাইভ
-
টাচ স্ক্রিন
উৎস:
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 15 hours ago
এক word কত বিট বিশিষ্ট হয়?
Created: 5 days ago
A
8
B
16
C
4
D
2
বিট (Bit)
-
কম্পিউটারে ব্যবহৃত সবচেয়ে ছোট তথ্য একক হল বিট, যা হয় ০ বা ১।
-
ইংরেজি শব্দ Binary (দ্বৈত) এবং Digit (অঙ্ক) থেকে বিট শব্দটি এসেছে।
-
কম্পিউটারের মেশিন ভাষা সম্পূর্ণরূপে বিটের উপর ভিত্তি করে তৈরি।
-
এখানে ০ বিট নির্দেশ করে কম ভোল্টেজ (Low Voltage) এবং ১ বিট নির্দেশ করে বেশি ভোল্টেজ (High Voltage)।
বাইট (Byte)
-
৮টি বিট মিলে ১ বাইট তৈরি করে।
-
৮ বিট ব্যবহার করে যেকোন অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়।
-
তাই বলা হয়, ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
কম্পিউটার ওয়ার্ড (Computer Word):
-
সংলগ্ন কয়েকটি বিট বা বাইটের সমষ্টিকে একটি ওয়ার্ড বলা হয়।
-
সাধারণত ১৬ বা ৩২ বিটকে ১ ওয়ার্ড ধরা হয়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

0
Updated: 5 days ago