A
Interpreter
B
Emulator
C
Compiler
D
Simulator
উত্তরের বিবরণ
অনুবাদক প্রোগ্রাম
-
যে প্রোগ্রাম অ্যাসেম্বলি বা উচ্চতর ভাষায় লেখা সোর্স প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তরিত করে, তাকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়।
-
সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার সফটওয়্যারকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম।
-
অনুবাদক প্রোগ্রামের তিনটি ধরন আছে—
১. কম্পাইলার (Compiler)
২. অ্যাসেম্বলার (Assembler)
৩. ইন্টারপ্রেটার (Interpreter)
কম্পাইলার (Compiler)
-
কম্পাইলার সোর্স প্রোগ্রামকে একবারে পুরোপুরি মেশিন ভাষায় রূপান্তর করে।
-
এতে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি হয় এবং সাধারণত একটি এক্সিকিউটেবল ফাইল (.exe) পাওয়া যায়।
অ্যাসেম্বলার (Assembler)
-
অ্যাসেম্বলার কেবল অ্যাসেম্বলি ভাষায় লেখা সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে।
-
এটি ব্যবহারকারীকে জানায়, সোর্স প্রোগ্রামের নির্দেশনাগুলো সঠিক আছে কি না।
ইন্টারপ্রেটার (Interpreter)
-
ইন্টারপ্রেটারও উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করে, তবে এটি কম্পাইলারের মতো একসাথে পুরো প্রোগ্রাম রূপান্তর করে না।
-
বরং এটি লাইন বাই লাইন অনুবাদ ও সম্পাদন করে এবং সঙ্গে সঙ্গে ফলাফল দেখায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 19 hours ago
ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়-
Created: 5 days ago
A
ভাইরাস ধ্বংসের জন্য
B
খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
C
ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
D
ডিস্ক ফরমেট করতে
ডিস্ক ফ্র্যাগমেন্টেশন ও ডিফ্র্যাগমেন্টেশন
যখন আমরা কম্পিউটারে ফাইল তৈরি, সম্পাদনা বা মুছে ফেলি, তখন ফাইলের ডেটা ডিস্কে ছড়িয়ে-ছিটিয়ে সংরক্ষিত হতে পারে। একে আমরা ডিস্ক ফ্র্যাগমেন্টেশন বলি।
সহজভাবে বলতে গেলে, একটি ফাইল যদি একসাথে এক ব্লকে না থাকে এবং বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে, তখন তা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। এটি ঘটে মূলত ফাইল যোগ বা মুছে ফেলার সময় ডিস্কে খালি স্পেস ছড়িয়ে থাকার কারণে।
ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কী এবং কেন ব্যবহার করা হয়?
ডিফ্র্যাগমেন্টেশন হল একটি প্রক্রিয়া যা ডিস্কের ফাইলগুলোকে পুনরায় সাজায়, যাতে ফাইলের অংশগুলো একসাথে সংরক্ষিত থাকে। এর ফলে কম্পিউটার দ্রুত ফাইল পড়তে এবং লিখতে পারে।
ডিফ্র্যাগমেন্টেশনের সুবিধা
-
প্রথমে টুলটি ডিস্ক স্ক্যান করে ফ্র্যাগমেন্টেড ফাইল এবং খালি স্পেস শনাক্ত করে।
-
ফাইলের ডেটা পুনর্বিন্যস্ত করে যাতে সব অংশ একসাথে থাকে।
-
রিড/রাইট হেডের কম চলাফেরার কারণে ফাইল দ্রুত খুলে এবং সংরক্ষণ হয়।
-
সিস্টেমের মোট পারফরম্যান্স বৃদ্ধি পায়।
-
ডিস্ক কার্যক্ষমতা উন্নত হয় এবং হার্ড ড্রাইভের আয়ু বাড়াতে সহায়ক হতে পারে।
সূত্র: Microsoft Support

0
Updated: 5 days ago
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
Created: 5 days ago
A
malware
B
firmware
C
virus
D
lip - lop
ROM (রিড ওনলি মেমরি)
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory।
-
ROM-এ থাকা তথ্য পরিবর্তন করা যায় না।
-
ROM-ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলা হয়।
-
সাধারণত, কম্পিউটার তৈরি হওয়ার সময় যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে মেমরিতে রাখা হয়, সেগুলো ফার্মওয়্যার।
-
এই প্রোগ্রামগুলো কম্পিউটারের পর্দায় দেখা যায়, কিন্তু ব্যবহারকারী এগুলোতে কোনো পরিবর্তন করতে পারে না।
-
উদাহরণস্বরূপ, কম্পিউটার চালু করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য মনিটরে প্রদর্শিত হয়; এগুলোই ROM-ভিত্তিক ফার্মওয়্যারের আউটপুট।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)

0
Updated: 5 days ago
Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
Created: 1 week ago
A
B
A. A = 1
C
A + A = 2A
D
উপরের কোনোটিই নয়
• বুলিয়ান অ্যালজেবরা: বাইনারি উপাদানসমূহের গেইট দ্বারা গঠিত গাণিতিক পদ্ধতি যা ‘+' ও ‘-' এই দুই গাণিতিক চিহ্নের সাহায্যে পরিচালিত তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
• বুলিয়ান উপপাদ্য: সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago