A
Physical address
B
Logical Address
C
Both physical and logical addresses
D
উপরের কোনটি নয়
উত্তরের বিবরণ
কম্পিউটার যখন কোনো প্রোগ্রাম চালায়, তখন CPU সবসময় Logical Address তৈরি করে। কিন্তু আসল মেমরিতে যেটি ব্যবহৃত হয় সেটি হলো Physical Address, যা মেমরি ইউনিট প্রদর্শন করে।
অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা সফটওয়্যার কখনোই সরাসরি Physical Address দেখে না। তারা শুধু Logical Address নিয়েই কাজ করে।
অর্থাৎ, CPU শুধু Logical Address ব্যবহার করে, আর Memory Unit সেটিকে Physical Address-এ রূপান্তর করে ব্যবহার করে।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 19 hours ago
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
Created: 2 weeks ago
A
২০০৪
B
২০০৬
C
২০০৩
D
২০০৮
টুইটার
-
টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। বর্তমানে এর নাম পরিবর্তিত হয়ে ‘X’।
-
টুইটারকে কখনও কখনও ‘ইন্টারনেটের এসএমএস’ ও বলা হয়।
-
সিইও: লিন্ডা ইয়াকারিনো, যিনি ৫ জুন ২০২৩ থেকে দায়িত্বে রয়েছেন।
-
প্রতিষ্ঠা: ২১ মার্চ, ২০০৬; চলু হয়: ১৫ জুলাই, ২০০৬।
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাতা: জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, এবং ইভান উইলিয়ামস।
-
টুইট: ফেসবুকের পোস্টের মতোই টুইটারে যে কোনো পোস্টকে ‘টুইট’ বলা হয়।
- অক্ষরের সীমা: প্রতি টুইট ২৮০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ (আগে ১৪০ অক্ষর ছিল)।উৎস: টুইটারের ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি 52(16) এর বাইনারী রূপ?
Created: 19 hours ago
A
01010010(2)
B
01110011(2)
C
00001100(2)
D
11110000(2)
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (১২০৯A)১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬ টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।
- A, B, C, D, E, F প্রতীক গুলোকে যথাক্রমে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ দ্বারা প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
এখানে,
5 = 0101
2 = 0010
∴ (52)16 = (01010010)2
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 19 hours ago
নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
Created: 19 hours ago
A
Mouse
B
Microphone
C
Touch Screen
D
Printer
ইনপুট, আউটপুট ও ইনপুট-আউটপুট ডিভাইস
টাচস্ক্রিন
টাচস্ক্রিন এমন একটি ডিভাইস যা একই সাথে ইনপুট এবং আউটপুট—দুটোর কাজই করে।
ইনপুট ডিভাইস
যে হার্ডওয়্যার বা যন্ত্রের মাধ্যমে কম্পিউটার বাইরের পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Light pen, Graphics Pad, Digital Camera ইত্যাদি।
আউটপুট ডিভাইস
কম্পিউটার প্রক্রিয়াজাত ফলাফল ব্যবহারকারীর সামনে উপস্থাপন করার জন্য যে হার্ডওয়্যার ব্যবহৃত হয় তাকে আউটপুট ডিভাইস বলে।
উদাহরণ:
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image Setter, Film Recorder, Headphone ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস
কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট ও আউটপুট—দুটো কাজই করতে সক্ষম।
উদাহরণ:
Pendrive, Modem, Touchscreen ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 19 hours ago